নরওয়েকাণ্ডে হস্তক্ষেপ করবে না ভারত

নরওয়েতে কর্মরত ভারতীয় দম্পতি গ্রেফতার হওয়ার ঘটনায় হস্তক্ষেপ করতে সাফ অস্বীকার করল এদেশের সরকার। হায়দরাবাদের ভি. চন্দ্রশেখরের পরিবারের তরফে অনুরোধের পর শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শিশুটির অবিভাবকদের যথেষ্ট দোষ ছিল। যার ফলে নরওয়ে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

Updated By: Dec 1, 2012, 08:48 PM IST

নরওয়েতে কর্মরত ভারতীয় দম্পতি গ্রেফতার হওয়ার ঘটনায় হস্তক্ষেপ করতে সাফ অস্বীকার করল এদেশের সরকার। হায়দরাবাদের ভি. চন্দ্রশেখরের পরিবারের তরফে অনুরোধের পর শনিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শিশুটির অবিভাবকদের যথেষ্ট দোষ ছিল। যার ফলে নরওয়ে প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
এদিন বিদেশ মন্ত্রকের তরফে এক রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ওসলোর ভারতীয় দূতাবাসের আধিকারিকরা ওই দম্পতির সঙ্গে দেখা করেন। ওসলো প্রশাসন জানিয়েছে, নিজেদের ৭ বছরের সন্তানকে ভারতে পাঠিয়ে দেওয়া নিয়ে চাপ সৃষ্টি করার অভিযোগে ভি চন্দ্রশেখর ও তাঁর স্ত্রী অনুপমাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার হায়দরাবাদে চন্দ্রশেখরের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, সন্তানকে শৃঙ্খলা শেখানোর জন্য ওই দম্পতিকে আটক করে ওসলো পুলিস। হয়দরাবাদে চন্দ্রশেখরের এক প্রতিবেশী ভি সইলেন্দরের কথায়, ৯ মাস আগে শিশুটি তাকে জোর করে ভারতে পাঠানোর চেষ্টার কথা তার স্কুল শিক্ষকদের জানায়। তার জেরেই বিদেশে কর্মরত টিসিএসকর্মী চন্দ্রশেখর ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিস।

.