বন্যায় বিপর্যস্ত উত্তর ভারত, বাড়ছে মৃতের সংখ্যা
প্রবল বৃষ্টি আর ধসের জেরে এখনও বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। হড়কা বানে উত্তরাখণ্ডেই কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তিন জওয়ানসহ প্রায় ৫০ জনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতরের তরফে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টি আর ধসের জেরে এখনও বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। হড়কা বানে উত্তরাখণ্ডেই কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তিন জওয়ানসহ প্রায় ৫০ জনের এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতরের তরফে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত এলাকা থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন সেনা জওয়ানরা।
প্রবল বৃষ্টির জেরে হু-হু করে বাড়ছে ভাগীরথীর জল। জল বাড়তে শুরু করেছে গঙ্গার শাখানদী সরযূ এবং ঘাঘরারও। প্রবল বৃষ্টি এবং ধসের কারণে গতকালই চারধাম যাত্রা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ধসে বন্ধ হয়ে গিয়েছে হৃষিকেশ-বদ্রি সংযোগকারী রাস্তা। বিপর্যস্ত হিমাচল প্রদেশের সোলাং উপত্যকা। বন্ধ করে দেওয়া হয়েছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক। বন্ধ রোটাং-লেহ হাইওয়ে। জম্মু-কাশ্মীরে চেনাব, তাওয়াই, উঝ, এবং বসান্তর নদীর জল হু-হু করে বাড়ছে।