Mohan Bhagwat: আমিষ ভুল খাবার, ভুল পথে নিয়ে যায়! খাবারেও কি এবার বিধিনিষেধের গেরো?

Mohan Bhagwat: আরএসএস প্রধান মোহন ভাগবতের কথায়, 'কারোরই তামাসিক খাবার খাওয়া উচিত নয়। কারোরই এধরনের খাবার খাওয়া উচিত নয়, যাতে হিংসা জড়িয়ে।'

Updated By: Sep 30, 2022, 03:11 PM IST
Mohan Bhagwat: আমিষ ভুল খাবার, ভুল পথে নিয়ে যায়! খাবারেও কি এবার বিধিনিষেধের গেরো?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের 'খাবার'-এও এবার নজর আরএসএস-এর!পোশাক পরা থেকে ধর্ষণ, এই নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য আগেই শিরোনামে এসেছে। এবার  কোন 'খাবার' খাওয়া ভালো, কোনটা খারাপ? কোন খাবার আমাদের 'ভুল পথে' নিয়ে যাবে আর কোনটা 'সঠিক'? তা বাতলে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধানের বক্তব্য, 'আপনি যদি ভুল খাবার খান, তাহলে সেটা আপনাকে ভুল পথে চালিত করবে।' এখন প্রশ্ন উঠছে 'ভুল খাবার' বলতে কী বুঝিয়েছেন মোহন ভাগবত?

আরএসএস প্রধান মোহন ভাগবতের কথায়, আমিষ খাবার হচ্ছে 'ভুল খাবার'! কেন? তাঁর কথায়, 'আমিষ খাবারে হিংসা জড়িয়ে!' নাগপুরে ভারত বিকাশ মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মোহন ভাগবত। সেখানেই ব্যক্তিত্বের সার্বিক উন্নতি নিয়ে কথা বলতে গিয়ে আমিষ-নিরামিষ খাবারের তুলনা টানেন আরএসএস প্রধান। বলেন, 'কারোরই তামাসিক খাবার খাওয়া উচিত নয়। কারোরই এধরনের খাবার খাওয়া উচিত নয়, যাতে হিংসা জড়িয়ে। কারণ যদি তুমি ভুল খাবার খাও, তবে সেটা তোমায় ভুল পথে নিয়ে যাবে।' প্রসঙ্গত, 'তামাসিক' খাবার মানে আমিষ খাবার।

আরও পড়ুন, Supreme Court on Abortion: বৈবাহিক ধর্ষণও এবার 'ধর্ষণ'; সব মহিলারই গর্ভপাতের অধিকার রয়েছে, রায় সুপ্রিম কোর্টের...

এমনকি মোহন ভাগবত পাশ্চাত্য ও ভারতের আমিষাশীদের মধ্যেও তুলনা টানেন। বলেন, 'বিশ্বে অন্যান্য জায়গার মতো ভারতেও এমন অনেক মানুষ আছেন, যাঁরা মাংস খান। তবে আমাদের দেশে যাঁরা আমিষাশী, তাঁরা কিছু নিয়ম মেনে চলেন। যেমন এখানে যাঁরা আমিষাশী, তাঁরা গোটা শ্রাবণ মাসে আমিষ খান না। পাশাপাশি, সপ্তাহের মধ্যে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবারও তাঁরা আমিষ খাওয়া থেকে বিরত থাকেন। এই নিয়মগুলো তাঁরা নিজেরাই বানিয়ে নিয়েছেন।'

প্রসঙ্গত দেশে এখন নবরাত্রি পালিত হচ্ছে। ওদিকে বাংলায় উদযাপিত হচ্ছে শারদোৎসব। এমন সময় মোহন ভাগবতের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

পড়ুন- বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.