পেট্রোপণ্যের রেকর্ড, দ্রাবিড়ভূমে দাঁড়িয়েই গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ মমতার
পেট্রোপণ্যের রেকর্ড। মাথায় হাত আম জনতার। এর থেকে বড় ইস্যু আর কি হতে পারে? কুমারস্বামীর শপথের পর কর্নাটক বিধানসভা ভবনে চা-পানের আসরে পরবর্তী লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির মসনদে বসে দাক্ষিণাত্য জয়ের স্বপ্ন প্রায় সব শাসকই দেখেছেন। কিন্তু সুদূর দ্রাবিড়ভূমে দাঁড়িয়ে দিল্লিকে চ্যালেঞ্জ? ইতিহাসে এমন নজির কমই আছে। বৃষ্টিভেজা বেঙ্গালুরুতে সেটাই করে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়।এখানেই শেষ নয়। গেরুয়া শিবিরদের চ্যালেঞ্জারদের একজোটে রাখতে আগামিদিনের আন্দোলনের ব্লু প্রিন্টও তৈরি করে দিলেন তৃণমূলনেত্রী।
Bengaluru: HD Kumaraswamy, his brother HD Revanna, G.Parameshwara, Kerala CM Pinarayi Vijayan, West Bengal CM Mamata Banerjee and other leaders at Vidhana Soudha. #Karnataka pic.twitter.com/BHRvIOOrXe
— ANI (@ANI) ২৩ মে, ২০১৮
পেট্রোপণ্যের রেকর্ড। মাথায় হাত আম জনতার। এর থেকে বড় ইস্যু আর কি হতে পারে? কুমারস্বামীর শপথের পর কর্নাটক বিধানসভা ভবনে চা-পানের আসরে পরবর্তী লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কুমারস্বামীর শপথ মঞ্চে একজোট দেশের বিজেপি বিরোধী শক্তি
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিম সব আঞ্চলিক দলকে পথে নামতে বলেন মমতা। শুধু রাজ্যস্তরে নয়, জাতীয় স্তরেও আন্দোলন জোরদার করার আহ্বান জানান তৃণমূলনেত্রী। মমতার প্রস্তাবে সম্মতি জানান উপস্থিত সব নেতা-নেত্রী। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যে রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল।