ভ্যাকসিনের অভাব নেই দেশে, বিনামূল্যেই রাজ্যদের টিকা সরবরাহ, জানাল স্বাস্থ্যমন্ত্রক

শুক্রবার লোকসভায় এমনটাই জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীন পাওয়ার (Bharati Pravin Pawar)। 

Updated By: Jul 24, 2021, 07:55 AM IST
ভ্যাকসিনের অভাব নেই দেশে, বিনামূল্যেই রাজ্যদের টিকা সরবরাহ, জানাল স্বাস্থ্যমন্ত্রক

নিজস্ব প্রতিবেদন: দেশে ভ্যাকসিনের ঘাটতি নেই। তাই NEGVAC-এর কথা মেনে দেশের প্রায় সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিনামূল্য়ে ভ্যাকসিন সরবরাহ করছে কেন্দ্র। শুক্রবার লোকসভায় এমনটাই জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীন পাওয়ার (Bharati Pravin Pawar)। 

এদিন লিখিত জবাবে তিনি লেখেন, ''ভ্যাকসিন বরাদ্দ করার অগ্রিম প্রয়োজন দেখেই নির্দিষ্ট সময়ের ১৫ দিন আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য উপলব্ধ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।'' 

প্রসঙ্গত, ভ্যাকসিনের অভাবে বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র বন্ধ হয়ে গেছে, এ বিষয়ে সরকার অবগত কিনা! এই প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, ''দেশে ভ্যাকসিনের ঘাটতি নেই এবং NEGVAC-এর পরামর্শ অনুযায়ী প্রয়োজনের ভিত্তিতে ভারত সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করে আসছে।'' 

আরও পড়ুন, 'Pegasus-এ আড়ি পাতে রাজ্য', বিস্ফোরক Dilip, BJP এখন পেগাসাস পার্টি: Derek

বিশ্বের শীর্ষস্থানীয় ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ হওয়া সত্ত্বেও ভারতের জনসংখ্যার ১০ শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ''২০ জুলাই পর্যন্ত ১৮ বছরের মধ্য়ে আনুমানিক ৩৪.৫ শতাংশ জনসংখ্যা কোভিড ১৯ ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ পেয়েছেন।'' 

২০ জুলাই ২০২১ পর্যন্ত সারাদেশে মোট ৩২.৬৪কোটি মানুষ প্রথম ডোজ এবং ৮.৫৫ কোটি মানুষ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়েছেন। পাওয়ার জানান, মোট ২.১৫ লক্ষ কোভিড টিকা কেন্দ্র চালু হয়েছে দেশে। 

.