চেকে লেনদেনের ব্যবস্থা তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের

চেকে লেনদেনের ব্যবস্থা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার ট্যুইট করে স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অনলাইনে লেনদেনে উত্সাহ বাড়াতে কেন্দ্রীয় সরকার চেকে লেনদেন বন্ধ করতে পারে বলে সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট করেছে, এমন কোনও প্রস্তাব নেই তাদের কাছে। 

Updated By: Nov 23, 2017, 09:05 PM IST
চেকে লেনদেনের ব্যবস্থা তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের

নিজস্ব প্রতিবেদন: চেকে লেনদেনের ব্যবস্থা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার ট্যুইট করে স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অনলাইনে লেনদেনে উত্সাহ বাড়াতে কেন্দ্রীয় সরকার চেকে লেনদেন বন্ধ করতে পারে বলে সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট করেছে, এমন কোনও প্রস্তাব নেই তাদের কাছে। 

গত বছরের নভেম্বরে নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের ওপর জোর দিতে থাকে কেন্দ্রীয় সরকার। সেই সুযোগে ডিজিটাল লেনদেন সংস্থাগুলি আয় বাড়িয়েছে কয়েক গুণ। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে খবর ছড়ায়, ডিজিটাল লেনদেনের প্রবণতাকে উত্সাহ দিতে কেন্দ্রীয় সরকার এবার চেকে লেনদেনের প্রথা বাতিল করতে পারে  কেন্দ্র। প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। যদিও গোটা ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দিয়েছে জেটলির মন্ত্রক। 

 

.