নাগরিকত্বের আবেদন করতে লাগবে না রেশন কার্ড, গ্রাহ্য হবে না অনুপ্রবেশের মামলা, CAB পেশ করে বললেন শাহ

উদ্বাস্তুদের আশঙ্কা কাটাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নাগরিকত্বের আবেদন করার পর যদি কারও বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের হয় তাহলে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর থেকে যাবতীয় অভিযোগ নিজে থেকেই প্রত্যাহার হয়ে যাবে। নাগরিকত্ব পাওয়ার পর কারও বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত কোনও মামলা চালানো যাবে না।'

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Edited By: পিনাকী ভট্টাচার্য | Updated By: Dec 9, 2019, 08:02 PM IST
নাগরিকত্বের আবেদন করতে লাগবে না রেশন কার্ড, গ্রাহ্য হবে না অনুপ্রবেশের মামলা, CAB পেশ করে বললেন শাহ

নিজস্ব প্রতিবেদন: উদ্বাস্তু অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে লাগবে না কোনও রেশন কার্ড। সোমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর জবাবি ভাষণে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, এই আইনের আধীনে কেউ নাগরিকত্ব পেলে তার বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ হয়ে যাবে। 

সোমবার সংসদে শাহ বলেন, 'অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে রেশন কার্ডের কোনও দরকার নেই। যেদিন থেকে ভারতে এসেছেন সেদিন থেকে ভারতের নাগরিকত্ব পাবেন।' 

ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি শুরু হতেই বিপত্তি, সুফল বাংলা স্টল থেকে লুঠ হয়ে গেল পেঁয়াজ

উদ্বাস্তুদের আশঙ্কা কাটাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নাগরিকত্বের আবেদন করার পর যদি কারও বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের হয় তাহলে নাগরিকত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর থেকে যাবতীয় অভিযোগ নিজে থেকেই প্রত্যাহার হয়ে যাবে। নাগরিকত্ব পাওয়ার পর কারও বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত কোনও মামলা চালানো যাবে না।'

নাম না করে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, 'নাগরিকত্বের আবেদন জানানো হলেই তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের হবে বলে অনেকে রটাচ্ছে। এসব কথায় কান দেবেন না।'

সোমবার হইহট্টগোলের মধ্যে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল সংবিধানের ৫, ১৪, ২৫, ২৬-সহ বেশ কয়েকটি ধারার বিরোধী বলে সোচ্চার হয় বিরোধীরা। কিন্তু বিরোধীদের দাবি মানতে নারাজ সরকার। যুক্তি দিয়ে বিরোধীদের দাবি খণ্ডন করেন অমিত শাহ। তবে তাতে হট্টগোল থামেনি। কখনও সরকার, কখনও বিরোধী বেঞ্চ থেকে মাঝে মাঝেই যুক্তির থেকে তীব্র হয়ে উঠছে কণ্ঠ। 

Tags:
.