লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দল: চিদাম্বরম
finance minister P chidambarm foretasted no leading political party will get majority is upcoming loksabha election. chidambaram`s comment made a huge row among congress.
লোকসভা নির্বাচনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেই কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ২০১৪ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা কোনও দলেরই নেই। ফলে সরকার গঠন নিয়েও তৈরি হবে জটিলতা। চিদম্বরমের এই মন্তব্য ঘিরে কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে চাপানউতোর। আলটপকা কেন এমন মন্তব্য করতে গেলেন চিদম্বরম?
চার রাজ্যে কংগ্রেসের ভরাডুবির ফলে চাপের মধ্যে দল। ফলাফল নিয়ে কাটাছেড়া শুরু হয়েছে। এরইমধ্যে কংগ্রেসের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিশঙ্কু ফল হতে চলেছে। কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম।
খামোকা এমন আলটপকা মন্তব্য কেন করলেন চিদম্বরম? কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক। একাংশের মতে এমন কথা প্রকাশ্যে বলা মানে হারের আগেই হেরে বসে থাকা। এই ধরনের মন্তব্য কংগ্রেস কর্মীদের আরও হতাশ করবে বলেও মনে করেছেন অনেকে। এর আগে নীতিশ কুমারও বলেছিলেন আসন্ন নির্বাচনে কংগ্রেস-বিজেপি কেউই সরকার গড়তে পারবে না। ফেডেরাল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাত গুটিয়ে বসে নেই বামেরাও। এসবের মধ্যে চিদম্বরমের মন্তব্য কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।