ডিজেলের উপর থেকে উঠল সরকারি নিয়ন্ত্রণ, রান্নার গ্যাসে ভর্তুকির ক্ষেত্রে ইউপিএ-এর পথে কেন্দ্র
রান্নার গ্যাসে ভর্তুকির ক্ষেত্রে ফের ইউপিএ সরকারের পথেই হাঁটছে কেন্দ্র।
ব্যুরো: রান্নার গ্যাসে ভর্তুকির ক্ষেত্রে ফের ইউপিএ সরকারের পথেই হাঁটছে কেন্দ্র।
আগামী দশই নভেম্বর থেকে চালু হচ্ছে নগদে ভর্তুকি। এবার আধার কার্ড ছাড়াও যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁরা সরাসরি ব্যাঙ্কে ভর্তুকির টাকা পাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, দেশবাসীর একটা বড় অংশ এই প্রকল্পে উপকৃত হবেন। যাঁদের আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁরা পুরনো ব্যবস্থাতেই ভর্তুকির সুবিধা পাবেন। একইসঙ্গে ডিজেলের দামে লাগাম তোলার পাশাপাশি শনিবার রান্নার গ্যাসের দাম নির্ধারণেও নয়া ফর্মুলা ঘোষণা করেছে কেন্দ্র। সেই অনুযায়ী, প্রতি ছমাস অন্তর এলপিজির দাম স্থির হবে। সেক্ষেত্রে সরকারের পরিবর্তে দামের ক্ষেত্রে নিয়ন্ত্রক হবে বাজার।
আর ধাপে ধাপে নয়, এবার একধাক্কায় ডিজেলের ওপর থেকে উঠে গেল সরকারি নিয়ন্ত্রণ। পেট্রোলের মতই আগামী দিনে বাজারের উপরই নির্ভর করবে ডিজেলের দামের ওঠা-পড়া। শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিনিয়ন্ত্রণের ফলে শনিবার মাঝরাত থেকেই ডিজেলে লিটার প্রতি তিন টাকা সাঁইত্রিশ পয়সা দাম কমছে। জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।