ভয় থাকা দরকার, নতুন ট্রাফিক আইন নিয়ে নমনীয় হতে নারাজ গডকড়ি
কেন্দ্রীয়মন্ত্রীর মতে, অনেক টাকা চালান দিতে হলেও এতে মানুষের প্রাণ বাঁচবে।
নিজস্ব প্রতিবেদন: নতুন ট্রাফিক নিয়ে গোটা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে হইচই। ঢাকের দায়ে মনসা বিক্রির অবস্থা হয়েছে গাড়ি চালকদের। কিন্তু সরকার নমনীয়তা দেখতে রাজি নয়। জি মিডিয়ার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাতকারে তা স্পষ্ট করে দিলেন নিতিন গডকড়ি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী বলেন,''ভয় থাকা দরকার। ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখাতেন অনেকে। ভয়ডরও ছিল না। ট্রাফিক আইন নিয়ে মানুষ সজাগ হলে তো ভালো কথা।''
কেন্দ্রীয়মন্ত্রীর মতে, ''অনেক টাকা চালান দিতে হলেও এতে মানুষের প্রাণ বাঁচবে। কমবয়সি ছেলেমেয়েরা বাঁচবে। দুর্নীতির সম্ভাবনাও নেই। প্রযুক্তির মাধ্যমে চালান সোজা পৌঁছে যাচ্ছে আদালতে। সব বড় শহরেই রয়েছে এমন প্রযুক্তি। পরিকাঠামো তৈরি করেছি। আগামী দিনে আরও সড়ক তৈরি হবে। আরও সুবিধা পাবেন সাধারণ মানুষ। সব রাজ্যেই নতুন ট্রাফিক আইন মেনে নিয়েছে। শীঘ্রই সব জায়গায় চালু হয়ে যাবে।''
১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে লাগু হয়েছে মোটরযান সংশোধিত আইন। সংশোধিত আইনে ট্রাফিক নিয়ম ভাঙলে আগের চেয়ে অনেক টাকা বেশি জরিমানা দিতে হচ্ছে, যেমন- সিট বেল্ট লাগানো না থাকলে জরিমানা দিতে হবে ১০০০ টাকা। আগে তা ছিল ১০০ টাকা। লাল বাতি না মানলে আগে দিতে হত ১০০০ টাকা। এখন লাগবে ৫ হাজার। মদ্যপান করে গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার।
হেলমেট না থাকলে আগে জরিমানা দিতে হতো ১০০ টাকা। তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গাড়ি চালাতে গিয়ে কোনও নাবালক ধরা পড়লে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে নয়া নিয়মে। নাবালক ধরা পড়লে অভিভাবক অথবা গাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। একইসঙ্গে বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশন। ২৫ বছর পর্যন্ত লাইসেন্স দেওয়া হবে না ওই নাবালককে।
আরও পড়ুন- কেন শাহরুখ খানের বিরুদ্ধে তদন্ত করছেন না? সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট