সুখোই ৩০-তে সওয়ার নির্মলা সীতারমন
বিমানে পাইলটের পিছনের আসনে বসেছিলেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী। ''খুব গর্বিত বোধ করছি। আমি বায়ুসেনার কাছে কৃতজ্ঞ'', বললেন সীতারমন।
নিজস্ব প্রতিবেদন: যুদ্ধবিমানে সওয়ার হলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। জোধপুর বিমানঘাঁটি থেকে কমব্যাট জেট সুখোই ৩০ এমকেআই-এ চড়ে আকাশে ওড়েন তিনি।
দুই ইঞ্জিনের বিমান সুখোই ৩০ এমকেআই দু'টি আসন রয়েছে। বিমানে পাইলটের পিছনের আসনে বসেছিলেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী। পাইলটের জি-স্যুট পরেছিলেন সীতারমন।
Smt @nsitharaman in the cockpit of the Sukhoi-30 MKI, familiarising herself with the fighter aircraft, before taking off for a sortie #RakshaMantrifliesSukhoi pic.twitter.com/uKtIbzOv7J
— Raksha Mantri (@DefenceMinIndia) January 17, 2018
Before take-off on the Sukhoi-30 MKI fighter jet #RakshaMantrifliesSukhoi pic.twitter.com/yLf2T7xnL8
— Raksha Mantri (@DefenceMinIndia) January 17, 2018
Smt @nsitharaman takes off on the Su-30 MKI #RakshaMantrifliesSukhoi pic.twitter.com/xC51hjeCSa
— Raksha Mantri (@DefenceMinIndia) January 17, 2018
উড়ানের পর নির্মলা সীতারমন বলেন, ''খুব গর্বিত বোধ করছি। আমি বায়ুসেনার কাছে কৃতজ্ঞ। শত্রুকে দ্রুত জবাব দিতে কতখানি তৈরি থাকতে হয় তার দারুণ একটা অভিজ্ঞতা হল। সঙ্গে হাড়ভাঙা পরিশ্রম তো রয়েছেই। এই সফর আমার চোখ খুলে দিল। স্মৃতিতে থেকে যাবে এই অভিজ্ঞতা।''
#WATCH: Defence Minister Nirmala Sitharaman inside the cockpit of the Sukhoi-30 MKI as she undertook a sortie today in Rajasthan's Jodhpur (Source- Indian Air Force) pic.twitter.com/sdBu17W5oJ
— ANI (@ANI) January 17, 2018
After completion of the sortie, Smt @nsitharaman getting off the formidable Sukhoi-30 MKI fighterjet #RakshaMantrifliesSukhoi pic.twitter.com/MGAA7AyTQb
— Raksha Mantri (@DefenceMinIndia) January 17, 2018
গত সপ্তাহে বিমানবাহী যুদ্ধপোত আইএনএস বিক্রমাদিত্যে নৌসেনার জওয়ান ও আধিকারিকদের সঙ্গে সময় কাটিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন- প্রথমবার ৩৫ হাজারের ঘর পার করল সেনসেক্স, সর্বকালীন রেকর্ড নিফটির