কংগ্রেসের টিকিটে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী নির্ভয়ার মা?
আসন্ন বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আশাদেবীকে কংগ্রেস প্রার্থী করছে বলে খবর।
নিজস্ব প্রতিবেদন: নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিকাঠে ঝোলানো নিয়ে চলছে আপ ও বিজেপির তরজা। এর মাঝেই জল্পনা কংগ্রেসের টিকিটে নির্বাচনী ময়দানে নামতে চলেছেন নির্ভয়ার মা আশাদেবী। তবে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি। তাঁর দাবি, সব মেয়েদের জন্য লড়াই করতে দিল্লিতে এসেছেন। আশাদেবীকে স্বাগত জানালেও ভাঙতে নারাজ দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া।
আসন্ন বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আশাদেবীকে কংগ্রেস প্রার্থী করছে বলে খবর ছড়ায়। তা আরও উস্কে দেয় দিল্লিতে নির্বাচনের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা কীর্তি আজাদের টুইটে। তিনি লেখেন,'' স্বাগত আশাদেবী।''
"ऐ मां तुझे सलाम"
आशा देवी जी आपका स्वागत है https://t.co/XovQXVsLp9
— Kirti Azad (@KirtiAzaad) January 17, 2020
খবর অস্বীকার করেছেন নির্ভয়ার মা। তাঁর কথায় ''আমার রাজনীতির শখ নেই। কংগ্রেসের কোনও নেতার সঙ্গে কথাও বলিনি। শুধু মেয়ের বিচার চাইছি।''
প্রদেশ কংগ্রেস সভাপতিও সুভাষ চোপড়াও স্পষ্ট করেছেন,''সংবাদ মাধ্যমেই বিষয়টি দেখেছি। এরকম কোনও ভাবনাচিন্তা আমাদের নেই। কিন্তু তিনি যোগ দিতে চাইলে স্বাগত জানাচ্ছি।''
Subhash Chopra, Delhi Congress Chief: I saw a media report that Asha Devi (mother of 2012 Delhi gang-rape victim) will contest against Arvind Kejriwal on Congress ticket. There is nothing of that sort but she is welcome if she wants to join. pic.twitter.com/DzBSN3oUdD
— ANI (@ANI) January 17, 2020
আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার ভোট। ভোটগণনা ১১ ফেব্রুয়ারি। ৬ জানুয়ারি থেকে সে রাজ্যে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। দিল্লিতে এবারও ত্রিশঙ্কু নির্বাচন। কংগ্রেস ও বিজেপির সঙ্গে লড়াই আপের। ২০১৫ সালে দিল্লির বিধানসভার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আম আদমি পার্টি। ৭০টির মধ্যে ৬৭টি আসন জিতেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস একটাও আসন জিততে পারেনি। কোনওক্রমে ৩টি আসন পেয়েছিল বিজেপি। অনেকেই বলছেন, দিল্লিতে আসন্ন নির্বাচনেও কেজরিওয়ালের দলই ক্ষমতায় ফিরতে চলেছে। নির্বাচনে আপের স্লোগান, 'অচ্ছে বিতে ৫ সাল, লগে রহো কেজরিওয়াল।'
আরও পড়ুন- ‘তারিখ পে তারিখ, দোষীরা যা চাইছে, তাই হচ্ছে’ কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা