সাক্ষাত্কার দিতে এখন হাজার হাজার টাকা নিচ্ছেন নির্ভয়ার সেই প্রেমিক
সেই অভিশপ্ত দিনে অবনীন্দ্র ছিলেন নির্ভয়ার সঙ্গী। তাঁর উপরও চলেছিল অত্যাচার। গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু সেসব অতীত।
নিজস্ব প্রতিবেদন : একটা সময় টেলিভিশনের পর্দায় দেওয়া তাঁর বয়ান সারা দেশকে কাঁদিয়েছিল। রাতের দিল্লি মেয়েদের জন্য কতটা ভয়ানক, সেটা তাঁর বিবৃতিতে উঠে এসেছিল। সেই অবনীন্দ্র পাণ্ডে এখন অনেকটাই বদলে গিয়েছেন। নির্ভয়ার স্মৃতি এখন হয়তো তাঁকে আর কাঁদায় না। ধর্ষণের পর নির্ভয়ার উপর হয়েছিল পাশবিক অত্যাচার। নির্ভয়া-কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই অভিশপ্ত দিনে অবনীন্দ্র ছিলেন নির্ভয়ার সঙ্গী। তাঁর উপরও চলেছিল অত্যাচার। গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু সেসব অতীত। এখন অবনীন্দ্র একখানা সাক্ষাত্কার দিতে মোটা টাকা দাবি করেন।
আরও পড়ুন- ম‘হিন্দু সংস্কৃতি’র জন্যই ভারতের মুসলিমরা সবচেয়ে সুখী, মন্তব্য মোহন ভাগবতের
मेरे रिपोर्टर ने मेरे सामने बैठकर मोबाइल से उस लड़के के चाचा से बात की. उसने एक लाख लेकर स्टूडियो में आने की बात की. कम करके 70 हजार पर बात तय हुई. मैंने सोचा कि कहीं चाचा तो भतीजे के नाम पर पैसे नहीं ले रहा?
मैं चाहता था कि पैसे उस लड़के के सामने दिए जाएं
(6/10)
— Ajit Anjum (@ajitanjum) October 12, 2019
हमने तय किया था कि ये शो पहले रिकार्ड करेंगे . फिर तय करेंगे कि क्या करना है . वो लड़का पैसे लेने की बात से इंकार करता रहा . फिर रिकार्डिंग के दौरान ही उस लड़के को ऑन स्क्रीन ही उसके स्टिंग का हिस्सा दिखाया गया . तब उसके होश उड़ गए .कैमरों के सामने उसने माफी मांगी .
(8/10)— Ajit Anjum (@ajitanjum) October 12, 2019
সাংবাদিক অজিত অঞ্জুম দাবি করেছেন, একটি সাক্ষাত্কারের জন্য এখন কয়েক হাজার টাকা চান নির্ভয়ার প্রেমিক। তিনি অবনীন্দ্রের উপর স্টিং অপারেশন চালিয়েছেন। আর তাতেই তাঁর টাকা নিয়ে সাক্ষাত্কার দেওয়ার ঘটনা সামনে এসেছে। অজিত অঞ্জুম টুইটে লিখেছেন, ''আমার সামনে বসে একজন রিপোর্টার অবনীন্দ্রর কাকার সঙ্গে কথা বলল। উনি টাকা চাইলেন। এক লাখ টাকা দিলে তবেই অবনীন্দ্র স্টুডিয়োতে ইন্টারভিউ দিতে আসবে বলে জানালেন ওঁর কাকা। পরে ৭০ হাজার টাকায় রফা হল। তবে আমি নিশ্চিত হতে পারলাম না। ভাবলাম, যদি ভাইপোর নাম করে কাকা টাকা নিয়ে থাকে! তাই চেয়েছিলাম টাকাটা যেন অবনীন্দ্রর সামনে দেওয়া হয়। চাই হল। হাত পেতে সেই টাকা নিল নির্ভয়ার সেই প্রেমিক।''
অজিত আরও লিখলেন, ''গোটা ঘটনায় আমি স্তম্ভিত। এই ছেলেটার সামনে তাঁর প্রেমিকার গণধর্ষণ হল! অমানবিক অত্যাচার সহ্য করে নির্ভয়াকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। আজ তাঁর প্রেমিক নির্ভয়ার উপর হওয়া সেই অত্যাচারের কথা বলতে চ্যানেলের সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি করতে চাইছে! আমি এর পরই স্টিং অপারেশন করব বলে ঠিক করি। এর পর তাঁকে অন ক্যামেরা জিজ্ঞাসা করা হয়, আপনি কেন টাকা নিয়ে সাক্ষাত্কার দিতে চান! সে প্রথমে অস্বীকার করে। এর পর আমরা ওকে স্টিং অপারেশন-এর ফুটেজ দেখাই। আর কোনও উপায় না দেখে সে ক্ষমা চেয়ে নেয়।''