স্মার্ট সিটির তালিকায় যুক্ত হল আরও ৯ শহরের নাম

১৫টি শহরের তালিকা থেকে এই ৯টি শহরকে বেছে নিয়েছে কেন্দ্রীয় নগরন্নোয়ন মন্ত্রক। তবে নয়া এই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও শহরের নাম স্থান পায়নি।

Updated By: Jan 21, 2018, 06:58 PM IST
স্মার্ট সিটির তালিকায় যুক্ত হল আরও ৯ শহরের নাম

নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে সরকার গঠনের একবছর পরই নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নেয়, দেশের একাধিক শহরকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে। প্রথম দফায় ৯০টি শহরকে বেছে নেওয়া হয় সেই তালিকায় অন্তর্ভূক্তির জন্য। কাজও শুরু হয়েছে। এবার নতুন করে সেই তালিকায় যোগ করা হল আরও ৯টি শহরের নাম। তালিকায় স্থান পেয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যের আরও তিনটি শহরের নাম।

ভারতের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শহরগুলিকে বিশ্বমানের সুযোগ-সুবিধা দিয়ে সাজিয়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েই এই স্মার্টসিটি প্রকল্প চালু করে মোদী সরকার। সেখানে প্রথম ধাপে ৯০টি শহরকে বেছে নেওয়ার পর এবার তাতে আরও ৯টি শহরকে অন্তর্ভূক্ত করা হল। এক নজরে দেখে নিন সেই শহরগুলির তালিকা-

সিলভাসা(দাদরা ও নগর হাভেলি)
ইরোড(তামিলনাডু)
দিউ(দামান ও দিউ)
বিহার শরিফ(বিহার)
বরেইলি(উত্তরপ্রদেশ)
ইটানগর(অরুণাচলপ্রদেশ)
মোরাদাবাদ(উত্তরপ্রদেশ)
সাহারানপুর(উত্তরপ্রদেশ)
কাভারাট্টি(লক্ষাদ্বীপ)

১৫টি শহরের তালিকা থেকে এই ৯টি শহরকে বেছে নিয়েছে কেন্দ্রীয় নগরন্নোয়ন মন্ত্রক। তবে নয়া এই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও শহরের নাম স্থান পায়নি।

.