হাদিয়ার স্বামীর সঙ্গে যোগাযোগ, জেলবন্দি আইএস সদস্যদের জেরা করবে এনআইএ
ওইসব অভিযুক্তরা সাফিন জাহানের সঙ্গে যোগাযোগ রাখতো। ফলে বিষয়টি খতিয়ে দেখতে চায় এনআইএ
ওয়েব ডেস্ক: কেরল লাভ জেহাদ মামলায় প্রশ্ন উঠেছিল হাদিয়ার স্বামী সাফিন জাহানের সঙ্গে আইএসআইএস এর যোগাযোগ রয়েছে। এবার সেই সূত্র ধরেই সাফিনের পরিচিত কয়েকজন সন্দেভাজন আইএসআইএস সদস্যকে জেরা করতে চায় এনআইএ।
সংবাদ সংস্থা সূত্রে খবর শুক্রবার ওই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কনকমালা আইএসআইএস মডিউল মামলা-য় অভিযুক্তদের সঙ্গে সম্পর্ক ছিল সাফিনের। ওইসব অভিযুক্তরা সাফিনের সঙ্গে যোগাযোগ রেখে চলত। ফলে বিষয়টি খতিয়ে দেখতে চায় এনআইএ। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এনআইএ প্রথমবার সাফিনকে জেরা করে।
আরও পড়ুন-প্রবল ঠান্ডায় কাবু রাজ্য, ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পূর্বাভাস
উল্লেখ্য, কেরলের কোট্টায়ামের তরুণী আখিলা অশোকান ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন সাফিন জাহানকে। এরপরই আখিলার বাবা আদালতে অভিযোগ করেন তাঁর মেয়েকে ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হয়েছে। শুধু তাই নয় তাকে ইরাক কিংবা সিরিয়ায় নিয়ে গিয়ে আইএসআইএসের হাতে তুলে দেওয়া হতে পারে।। এনিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্টের রায়ে আখিলা ওরফে হাদিয়া এখন তামিলনাড়ুর এক হোমিওপ্যাথি কলেজে পাঠরত।