ইতালিও নাবিক কাণ্ড: এনআইএই-র হাতেই তদন্ত ভার শীর্ষ আদালতের

ইতালির তীব্র আপত্তি সত্ত্বেও আজ দুই ভারতীয় মৎস্যজীবী হত্যা কাণ্ডে অভিযুক্ত সেদেশের দুই নাবিকের বিরুদ্ধে তদন্তের ভার ন্যাশনল ইনভেসটিগেটিং এজেন্সির (এনআইএ) উপর বজায় রাখল সুপ্রিম কোর্ট।

Updated By: Apr 26, 2013, 01:54 PM IST

ইতালির তীব্র আপত্তি সত্ত্বেও আজ দুই ভারতীয় মৎস্যজীবী হত্যা কাণ্ডে অভিযুক্ত সেদেশের দুই নাবিকের বিরুদ্ধে তদন্তের ভার ন্যাশনল ইনভেসটিগেটিং এজেন্সির (এনআইএ) উপর বজায় রাখল সুপ্রিম কোর্ট।
ইতালি সরকারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছিল এনআইএয়ের হাতে তদন্তভার থাকলে ওই দুই নাবিকের মৃত্যুদণ্ড হতে পারে।
এই ঘটনা নিয়ে ভারত ও ইতালির মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী অভিযুক্ত দুই নাবিককে মৃত্যুদণ্ড দিতে পারবে না ভারত। শুধু তাই নয় অভিযোগ প্রমাণিত হলে ওই দুই নাবিক সাজা কাটাবে ইতালির কোনও জেলে।
২০১২-র ফেব্রুয়ারিতে কেরালার উপকূলের দুই অভিযুক্ত নাবিকের গুলিতে প্রাণ হারান দু`জন ভারতীয় মৎস্যজীবী।
সুপ্রিমকোর্টের বিশেষ অনুমতিতে নির্বাচনের সময় দুই অভিযুক্ত নাবিক ইতালিতে চার সপ্তাহের জন্য ফিরে যায়। কিন্তু এরপর ইতালির সরকার ওই দু`জনকে ভারতে ফিরিয়ে দিতে অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে তীব্র কুটনৈতিক টানাপোড়েন শুরু হয়। অবশেষে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে ভারতে ফিরিয়ে আনা হয় ওই দুই নাবিককে।

.