জঙ্গিদের অর্থ সাহায্য, ৪ সন্দেহভাজনের খোঁজে বারামুলায় তল্লাশি এনআইএ-র
এলাকায় এই চারজন ওই ব্যবসায়ী হিসেবেই পরিচিত। তবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই চারজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
নিজস্ব প্রতিবেদন: রবিবার সকাল থেকেই উত্তর কাশ্মীরের বারামুলায় চিরুনি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA)। বেনামে জঙ্গিদের অর্থ সাহায্য করছে এমন চার সন্দেহভাজনের খোঁজে বারামুলার চার জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র গোয়েন্দারা।
সম্প্রতি বারামুলায় এক জামাত নেতার বাড়িতেও এই একই কারণে তল্লাশি চালায় এনআইএ। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্তদের ধরপাকড় চালাচ্ছে সেনা ও এনআইএ-র গোয়েন্দারা।
National Investigation Agency(NIA) raids underway at 4 locations in Baramulla district of North Kashmir. More details awaited pic.twitter.com/5XvvpcaGTT
— ANI (@ANI) July 28, 2019
আরও পড়ুন: অসহিষ্ণুতা নিয়ে মোদীকে চিঠি, অপর্ণা সেন-সহ ৯ বুদ্ধিজীবীর বিরুদ্ধে মামলা বিহারের আদালতে
নিউজ ১৮ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই তারিখ আহমেদ, আসিফ লোন, তারিখ আহমদ, বিলাল বাট নামের চার সন্দেহভাজনের খোঁজে বারামুলায় তল্লাশি চালাচ্ছেন এনআইএ-র গোয়েন্দারা। এলাকায় এই চারজন ওই ব্যবসায়ী হিসেবেই পরিচিত। তবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই চারজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।