উত্তরপ্রদেশের বিজনৌরে দুষ্কৃতীদের গুলিতে নিহত কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার এক অফিসার

উত্তরপ্রদেশের বিজনৌরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার এক অফিসার।

Updated By: Apr 3, 2016, 10:03 AM IST
উত্তরপ্রদেশের বিজনৌরে দুষ্কৃতীদের গুলিতে নিহত কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার এক অফিসার

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের বিজনৌরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার এক অফিসার।

জানা গেছে শনিবার রাতে একটি অনুষ্ঠান বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফিরছিলেন এনআইএ-র ডিএসপি পদমর্যাদার অফিসার মহম্মদ তানজিল। মাঝ রাস্তায় তাঁর গাড়ি থামিয়ে তাদের ওপর নির্বিচারে গুলি চালায় ২ দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ তানজিলের। দুষ্কৃতিদের হামলায় গুরুতর জখম হন তাঁর স্ত্রী। তাঁকে নয়ডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঠানকোটের বিমানঘাঁটিতে জঙ্গি হামলার তদন্তে যুক্ত ছিলেন নিহত এআইএ-র অফিসার তানজিল। সেকারণেই তাঁর ওপর হামলা কীনা, খতিয়ে দেখছে পুলিস।

.