কাশ্মীরে শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বর্হিভূত টাকা; তদন্তে NIA

গত পাঁচ মাসে জম্মু ও কাশ্মীরে কয়েকশো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বর্হিভূত টাকা ঢুকেছে। আর তোলাও হয়েছে সেই টাকা। কোথা থেকে এল এই টাকা? তোলাই বা হল কেনও? অনেকদিন ধরে নানা তথ্য সংগ্রহ করার পর এবার তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA।

Updated By: Aug 20, 2016, 02:47 PM IST
কাশ্মীরে শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বর্হিভূত টাকা; তদন্তে NIA

ওয়েব ডেস্ক : গত পাঁচ মাসে জম্মু ও কাশ্মীরে কয়েকশো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিসাব বর্হিভূত টাকা ঢুকেছে। আর তোলাও হয়েছে সেই টাকা। কোথা থেকে এল এই টাকা? তোলাই বা হল কেনও? অনেকদিন ধরে নানা তথ্য সংগ্রহ করার পর এবার তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA।

আরও পড়ুন- 'ভারতের কোনও বিমানবন্দরই নিরাপদ নয়'

চলতি বছরের ৮ জুলাই হিজবুল মুজাহিদিন নেতা বুরান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত হয়ে ওঠে কাশ্মীর। ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছে হয়েছে ৬৭জন কাশ্মীরী নাগরিকের। আহত ২ হাজারের বেশি। ৪৩দিন ধরে সেখানে বলবত্‍ রয়েছে কার্ফু।

এই পরিস্থিতিতে, গত পাঁচমাস ধরে দফায় দফায় রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক থেকে তথ্য সংগ্রহে নামে NIA। সেই তথ্যে পাওয়া যায় একাধিক জায়গা থেকে টাকা ঢুকেছে বিভিন্ন অ্যাকাউন্টে।      

.