আইআরসিটিসি-র অ্যাপে এক গুচ্ছ নতুন ফিচার
নিজস্ব প্রতিনিধি: নতুন লুকে ফিরতে চলেছে ভারতীয় রেল(আইআরসিটিসি) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। আসছে আরও এক গুচ্ছ সুযোগ সুবিধা। যাত্রীরা যাতে আরও দ্রুত ও সহজভাবে টিকিট কাটতে পারে, সেকথা মাথায় রেখেই রেলের এই পদক্ষেপ।
নতুন ওয়েবসাইটে কী কী সুবিধা থাকবে?
নতুন ওয়েবসাইটে টিকিট বুকিংয়ে দেরি হলে টাইমআউটের কোনও সমস্যা থাকবে না।
নতুন ওয়েবসাইটে ডাটা অ্যানালেটিক্সের মাধ্যমে যাত্রার সময়সূচি প্ল্যান করা যাবে।
কোন কোন দিনে কনফার্মড টিকিট পাওয়া যাবে, তাও দেখা যাবে ওয়েবসাইটে।
যাত্রার আগে ট্রেনের অবস্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে যাত্রীদের।
যাত্রায় দেরি হলে পরবর্তী স্টেশনে ট্রেনটি কখন পৌঁছবে, তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এই সংক্রান্ত অ্যালার্ট মেসেজ যাবে যাত্রীর রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে। ট্রেন দেরি হওয়ার কারণও জানিয়ে দেওয়া হবে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত রেলের। তত্কালের মতো সুবিধাগুলির অপব্যবহার রুখতেও এই পদ্ধতি কার্যকর হবে বলে আশাবাদী তারা। এক্ষেত্রে ট্রেনের সুনির্দিষ্ট লোকেশন যাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে অ্যাপটি তৈরি করা হবে, তা বানাতে সাহায্য করছে ইসরো।