নতুন সংসদ ভবন নির্মাণের বরাত পেল টাটা গোষ্ঠী, খরচ হবে ৮৬১.৯০ কোটি

নতুন ভবন তৈরির পেছনে সরকারের যুক্তি ছিল, ব্রিটিশ আমলের ভবনটি দেখতে জরাজীর্ণ হয়েছে এবং বহু ব্যবহারে মলিন লাগছে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 16, 2020, 06:58 PM IST
নতুন সংসদ ভবন নির্মাণের বরাত পেল টাটা গোষ্ঠী, খরচ হবে ৮৬১.৯০ কোটি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সংসদের নতুন ভবনের নির্মাণ করবে টাটা। খরচ হবে ৮৬১.৯০ কোটি টাকা। প্রতিদ্বন্দ্বি সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো ওই ভবন তৈরি করতে ৮৬৫ কোটি টাকা চেয়েছিল। তাদের পেছনে ফেলে প্রায় ৮৬১.৯০ কোটি টাকাতেই নতুন সংসদ ভবন তৈরি করে দেবে টাটা।

আরও পড়ুন- "আমরা মানুষের প্রতি নরম", মুকুল বিতর্কে ঘি ছিটালেন পার্থ চট্টোপাধ্যায়

ক্ষমতায় আসার পরই সংসদের নতুন ভবন নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিল মোদী সরকার। কারণ পুরনো এই ভবন ব্রিটিশ আমলের। পুরনো হয়েছে। সাংসদের সংখ্যা বাড়লে আর বসার জায়গা দেওয়া মুশকিল। সেই ভাবনা থেকেই থেকেই  নয়া ভবন তৈরির ভাবনা সরকারের।

সংসবাদমাধ্যমের খবর অনুযায়ী নতুন ভবন তৈরি করতে সময় লাগবে ২১ মাস।  ভবনটি নির্মাণ করা হবে বর্তমান সংসদ ভবনের পাশেই। এর জন্য কেন্দ্রীয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট খরচ ধরেছে ৯৪০ কোটি টাকা। জানা গিয়েছেন ভবনটি দেখতে হবে ত্রিভূজাকৃতি। পুরনো ভবনটি মেরামত করে অন্য কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুন-দিল্লি হিংসায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট, WhatsApp গ্রুপ বানিয়ে জড়ো করা হয় হাঙ্গামাকারীদের

নতুন ভবন তৈরির পেছনে সরকারের যুক্তি ছিল, ব্রিটিশ আমলের ভবনটি দেখতে জরাজীর্ণ হয়েছে এবং বহু ব্যবহারে মলিন লাগছে। সরকারের এই মনভাবের বিরুদ্ধ সরব হয় বিরোধীরা। এনিয়ে মামলাও হয় আদালতে

.