টুজি কাণ্ডে নয়া সিবিআই চার্জশিট, নিশানায় এসার গ্রুপ

টুজি স্পেকট্রাম কাণ্ডের দ্বিতীয় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালতে পেশ করা এই নয়া চার্জশিটে টেলিকম কোম্পানি এসার গ্রুপ-এর পাঁচ শীর্ষকর্তাকে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র)-এর দায়ে অভিযুক্ত করা হয়েছে।

Updated By: Dec 12, 2011, 06:00 PM IST

টুজি স্পেকট্রাম কাণ্ডের দ্বিতীয় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালতে পেশ করা এই নয়া চার্জশিটে টেলিকম কোম্পানি এসার গ্রুপ-এর পাঁচ শীর্ষকর্তাকে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) এবং ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র)-এর দায়ে অভিযুক্ত করা হয়েছে।
সিবিআই-এর অভিযোগ, বিধি ভেঙে ভোডাফোনের অংশীদারিত্বের মাধ্যমে লুপ টেলিকম-এর নিয়ন্ত্রণ নিয়েছিল এসার গোষ্ঠী। ২০০৮ সালের স্পেকট্রাম বণ্টনের সময় লুপ টেলিকমের ১০ শতাংশের বেশি শেয়ার ছিল এসারের দখলে। যা পুরোপুরি ``টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)`-এর নিয়মের বিরোধী। এই নিয়ম ভেঙে লুপ টেলিকমের মালিকানা দখলের ফলে দেশের ২১টি সার্কেলে `লুপ`-এর পাওয়া স্পেকট্রাম লাইসেন্সের দখল পায় এসার। যার আর্থিক মূল্য অন্তত ১৪৫০ কোটি টাকা।
নিয়ম বহির্ভূত শেয়ার হস্তান্তেরের পাশাপাশি প্রয়োজনীয় শর্ত পূরণ না করে এ রাজার মন্ত্রকের বদান্যতায় স্পেকট্রাম পাওয়ারও অভিযোগ রয়েছে রুইয়া-খৈতান গোষ্ঠীর মালিকানাধীন এসার-এর বিরুদ্ধে।
সিবিআই ডিরেক্টর এপি সিংয়ের পেশ করা দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে এসার গোষ্ঠীর ডিরেক্টর অংশুমান রুইয়া, ভাইস চেয়ারম্যান রবি রুইয়া এবং সিইও বিকাশ সরাফের নাম রয়েছে। রয়েছে লুপ টেলিকমের দুই প্রমোটার কিরণ খৈতান এবং আইপি খৈতানের নামও।

এর আগে গত ২২ অক্টোবার স্পেকট্রাম কাণ্ডে ধৃত প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোড়ি-সহ ১৪ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় পাটিয়ালা হাউসের বিশেষ সিবিআই আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, প্রতারণা এবং ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। টুজি কেলেঙ্কারিতে জড়িত ৩ টি টেলিকমসংস্থা রিলায়েন্স টেলিকম, সোয়ান টেলিকম ও ইউনিটেক ওয়ারলেসের বিরুদ্ধেও চার্জ গঠন করতে নির্দেশ দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক ও পি সাইনি।
অনিল আম্বানি গোষ্ঠীর রিলায়েন্স টেলিকমের তিন আধিকারিক, গৌতম দোশি, সুরেন্দ্র পিপারা ও হরি নায়ারের পাশাপাশি এই তালিকায় ছিল, প্রাক্তন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, এ রাজার প্রাক্তন ব্যক্তিগত সচিব আরকে চান্দোলিয়া, সোয়ান টেলিকমের প্রধান শাহিদ উসমান বালওয়া ও তাঁর ভাই আসিফ বালওয়া, ইউনিটেক ওয়ারলেসের প্রধান সঞ্জয় চন্দ্র, ডিবি রিয়েলিটি গ্রুপের দুই আধিকারিক রাজীব আগরওয়াল ও বিনোদ গোয়েঙ্কা, করুণানিধির পরিবারের মালিকানাধীন কলাইনার টিভির এমডি শরদ কুমার এবং এ রাজার ব্যবসায়ীক সহযোগী বলিউড প্রযোজক করিম মোরানির নাম।

.