নভেম্বর থেকে শুরু নতুন শিক্ষাবর্ষের ক্লাস, ঘোষিত সূচি

 

Updated By: Sep 22, 2020, 02:10 PM IST
 নভেম্বর থেকে শুরু নতুন শিক্ষাবর্ষের ক্লাস, ঘোষিত সূচি

 

নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারি পরিস্থিতিতে চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে নয়া শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারের ক্লাস। আজ, মঙ্গলবার এ কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

একটি টুইটে রমেশ পোখরিয়াল বলেন, করোনা-পরিস্থিতিতে ২০২০-২১  শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি নিয়ে কমিটির রিপোর্ট গ্রহণ করেছে কমিশন এবং ইউজিসির নির্দেশিকায় অনুমোদনও দিয়েছে।

প্রয়োজনীয় তারিখগুলি এই রকম:

১) আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে
২) প্রথম বর্ষের পঠনপাঠন শুরু করতে হবে ১ নভেম্বর, ২০২০
৩) প্রস্তুতির জন্য ২০২১ সালের ১ মার্চ থেকে ৭ মার্চ ছুটি দেওয়া হবে
৪) পরীক্ষা নেওয়া হবে ২০২১ সালের ৮ মার্চ থেকে ২৬ মার্চ
৫)  ২০২১ সালের ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল সেমেস্টার ব্রেক থাকবে
৬) জোড়া সেমেস্টার শুরুর তারিখ ধার্য হয়েছে ২০২১ সালের ৫ এপ্রিল 
৭) প্রস্তুতির জন্য ২০২১ সালের ১ অগস্ট থেকে ৮ অগস্ট ছুটি দেওয়া হবে
৮) পরীক্ষা নেওয়া হবে ২০২১ সালের ৯ অগস্ট থেকে ২১ অগস্টের মধ্যে
৯) সেমেস্টার ব্রেক হবে ২০২১ সালের ২২ অগস্ট থেকে ২৯ অগস্ট
১০) এই ব্যাচের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হবে ২০২১ সালের ৩০ অগস্ট।

কেন্দ্রীয় মন্ত্রী এ-ও জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পড়ুয়ারা আর্থিক টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছেন। এ কথা বিবেচনা করে তাঁরা কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়েও ছেড়ে দিলে পুরো অর্থ ফেরত পাবেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা মিলবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা করতে হবে। তবে পোখরিয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র নয়া শিক্ষাবর্ষের ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

.