বিমান দূর্ঘটনার পর তাইপেইয়ের হাসপাতালে মৃত্যু হয় নেতাজির, দাবি নেতাজির দোভাষীর

রহস্য। রহস্য। কেবলই রহস্য। এমন এক রাষ্ট্রনায়ক যার মৃত্যু নিয়ে রহস্যের কোনও শেষ নেই। প্রতি পরতে পরতে যেন নয়া মোড় আর নতুন নতুন তথ্য। নেতাজি জীবিত না মৃত? মৃত হলে, কীভাবে হল তাঁর মৃত্যু? কেনই বা লুকিয়ে রাখা হল নেতাজির মৃত্যুর রহস্য! নেতাজির ১১৯ বছরের জন্মজয়ন্তীতে নেতাজি নিয়ে ১৬,৬০০ পাতার একটি নথি প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে নেতাজি সম্পর্কে ১০০টি গোপন তথ্য জনসমক্ষে আনা হয় এবং দাবি করা হয়, ১৯৪৫ সালে তাইপেইয়ের বিমান দূর্ঘটনাতেই মৃত্যু হয় নেতাজির। এবার সেই দাবিকে আরও জোড়ালো করল তাইপেইতে নেতাজির দোভাষী, ৯৮ বছরের কাজুনরি কুনিজুকা। ১৯৪৩ থেকে ১৯৪৫, নেতাজির দোভাষী হিসেবে সবসময় নেতাজির সঙ্গে থাকতেন কুনিজুকা। ব্রিটেনের একটি সংবাদপত্রে কুনিজুকার সাক্ষাৎকারে দাবি করা হয়, ১৮ অগাস্ট ১৯৪৫ সালে তাইপেইয়ের বিমান দূর্ঘটনার পর সেখানেরই একটি হাসপাতালে মৃত্যু হয় নেতাজির।   

Updated By: Feb 8, 2016, 03:23 PM IST
বিমান দূর্ঘটনার পর তাইপেইয়ের হাসপাতালে মৃত্যু হয় নেতাজির, দাবি নেতাজির দোভাষীর

ওয়েব ডেস্ক: রহস্য। রহস্য। কেবলই রহস্য। এমন এক রাষ্ট্রনায়ক যার মৃত্যু নিয়ে রহস্যের কোনও শেষ নেই। প্রতি পরতে পরতে যেন নয়া মোড় আর নতুন নতুন তথ্য। নেতাজি জীবিত না মৃত? মৃত হলে, কীভাবে হল তাঁর মৃত্যু? কেনই বা লুকিয়ে রাখা হল নেতাজির মৃত্যুর রহস্য! নেতাজির ১১৯ বছরের জন্মজয়ন্তীতে নেতাজি নিয়ে ১৬,৬০০ পাতার একটি নথি প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে নেতাজি সম্পর্কে ১০০টি গোপন তথ্য জনসমক্ষে আনা হয় এবং দাবি করা হয়, ১৯৪৫ সালে তাইপেইয়ের বিমান দূর্ঘটনাতেই মৃত্যু হয় নেতাজির। এবার সেই দাবিকে আরও জোড়ালো করল তাইপেইতে নেতাজির দোভাষী, ৯৮ বছরের কাজুনরি কুনিজুকা। ১৯৪৩ থেকে ১৯৪৫, নেতাজির দোভাষী হিসেবে সবসময় নেতাজির সঙ্গে থাকতেন কুনিজুকা। ব্রিটেনের একটি সংবাদপত্রে কুনিজুকার সাক্ষাৎকারে দাবি করা হয়, ১৮ অগাস্ট ১৯৪৫ সালে তাইপেইয়ের বিমান দূর্ঘটনার পর সেখানেরই একটি হাসপাতালে মৃত্যু হয় নেতাজির।   

.