সুপ্রিম কোর্টে আজ শুনানির তালিকাতেই নেই NEET-JEE

করোনা পরিস্থিতে সেপ্টেম্বরে রাজ্যে কোনও পরীক্ষা সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Updated By: Aug 31, 2020, 10:09 AM IST
সুপ্রিম কোর্টে আজ শুনানির তালিকাতেই নেই NEET-JEE
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে পরীক্ষা নিয়ে তোলপাড় দেশ। বার বার কেন্দ্রের কাছে পরীক্ষা পিছনোর আবেদন করেছে রাজ্য সরকার। পরীক্ষার্থীরাও একই আবেদনে সরব হয়েছেন। সুপ্রিম কোর্টেও দায়ের হয়েছে মামলা। ৭ রাজ্য মিলে শীর্ষ আদালতে সেই মামলা দায়ের করেছে। যদিও আজ সুপ্রিম কোর্টে শুনানির তালিকাতেই নেই NEET-JEE মামলাটি।   

আজ সুপ্রিম কোর্টে কী কী মামলার শুনানি হবে, সেই তালিকায় দেখা যায় NEET-JEE মামলাটির নামোল্লেখ পর্যন্ত নেই। অর্থাৎ, স্বাভাবিক নিয়মে আজ সুপ্রিম কোর্টে NEET-JEE মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনা-ই নেই। তবে সূত্রের খবর হাল ছাড়তে নারাজ মামলাকারী ৭ রাজ্য। আইনজীবীরা জানালেন, সাড়ে ১০টায় আদালত খোলার সঙ্গে সঙ্গেই তাঁরা মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানাবেন।

প্রসঙ্গত, JEE-NEET নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। করোনা পরিস্থিতে সেপ্টেম্বরে রাজ্যে কোনও পরীক্ষা সম্ভব নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নিতে হবে পরীক্ষা। এই পরিস্থিতি পরীক্ষা নেওয়ার যাবতীয় ব্যবস্থাপনা আয়োজনের দায়িত্ব রাজ্যগুলোর কাঁধে দিয়ে দায় ঝেড়েছে কেন্দ্র।

রবিবার  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটে লেখেন, "নিজ নিজ রাজ্যের  JEE এবং NEET পরীক্ষার্থীদের সাহায্য করুন মুখ্যমন্ত্রীরা। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করছি, এই খারাপ পরিস্থিতিতে NEET-JEE পরীক্ষার্থীদের সাহায্য করুন। প্রয়োজন মতো সঠিক ব্যবস্থা করুন। খেয়াল রাখবেন তাঁরা যেন সমস্যায় না পড়ে।" 

আরও পড়ুন, মুখে মাস্কের 'ম'-ও নেই! লকডাউনের সকালে দেদার লুডোর আড্ডা, ছবি তুলতেই দে ছুট

.