এক দিনে সব রেকর্ড ভেঙে দিল করোনা, আক্রান্তের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৯ হাজার ৯০৬ জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 28, 2020, 11:37 AM IST
এক দিনে সব রেকর্ড ভেঙে দিল করোনা, আক্রান্তের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগের পরিসংখ্যানকে ধোপে টিকতে দিচ্ছে না নোভেল করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৯ হাজার ৯০৬ জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে একদিনে  সর্বোচ্চ করোনা আক্রান্তর রেকর্ড ছিল ১৮ হাজারের আশেপাশে। এবার একলাফে প্রায় ২০ হাজার।
সারা বিশ্বে করোনা বিধ্বস্ত দেশগুলির মধ্যে ভারতের স্থান চতুর্থ। ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯। এমনই খবর মিলেছে সংবাদ মাধ্যম মারফত। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট নোভেলে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৯৫ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ৩ হাজার ৫১ জন।
দেশের আট রাজ্যই ৮৫.৫ শতাংশ করোনা আক্রান্তদের ঠিকানা। এবং মহারাষ্ট্র, দিল্লি ও মুম্বই এই তিন রাজ্যেই দেশের মোট করোনা আক্রান্তের ৬৩.৭ শতাংশ করোনা রোগী রয়েছেন।

আরও পড়ুন: গত দশ বছরে সূর্য কতটা বদলালো? ‘টাইম ল্যাপ্স’ ভিডিয়ো প্রকাশ করল নাসা

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৫ হাজার করোনা আক্রান্তর হদিশ মিলেছে নতুন করে। যার দরুণ মহারাষ্ট্রে এখন মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৯ হাজার ছাড়িয়েছে। মোট প্রাণ হারিয়েছেন ৭ হাজার ১০৬। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ২ হাজার ৪৯২। এমনই তথ্য মিলেছে সংবাদ মাধ্যম মারফত। এই দুই রাজ্য এবং এর পর তামিলনাড়ু করোনা থাবায় একেবারে বিধ্বস্ত। কর্ণাটকেও করোনা রোগীদের সংখ্যা বাড়ছে তাই কর্ণাটক প্রশাসন প্রতি রবিবার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
দেশে এ পর্যন্ত মোট ৮২ লক্ষ ২৭ হাজার ৮০২ জনের করোনা পরীক্ষা হয়েছে। শুধু শনিবারই ২ লক্ষ ৩১ হাজার ৯৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নোভেল জয় করে বাড়ি ফিরেছেন মোট ৩ লক্ষ ৯ হাজার ৭১২ জন।

.