করোনার বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব, তারমধ্যেও ভারতের ওপর হামলা চালাল পাকিস্তান

শুক্রবার বিকেলে কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে গুলি বর্ষণ করে পাক সেনা।

Updated By: Apr 11, 2020, 09:35 AM IST
করোনার বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব, তারমধ্যেও  ভারতের ওপর হামলা চালাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন গোটা বিশ্ব বিপর্যস্ত। তারইমধ্যে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্খন করে হামলা চালাল পাকিস্তান। জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত। শুক্রবার বিকেলে কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে গুলি বর্ষণ করে পাক সেনা।
তবে জবাব দিয়েছে ভারতও। কেরান সেক্টরের পোস্টগুলি থেকে পাকিস্তানের গান এরিয়া ও জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। প্রত্যাঘাতের সেই ছবিও প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনাবাহিনী। ড্রোন থেকে তোলা সেই ফুটেজে হামলার নিরর্দশ সুস্পষ্ট।  নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন গোটা বিশ্ব বিপর্যস্ত। তারইমধ্যে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্খন করে হামলা চালাল পাকিস্তান। জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা অব্যাহত। শুক্রবার বিকেলে কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যুদ্ধবিরতি ভেঙে গুলি বর্ষণ করে পাক সেনা।

 

তবে জবাব দিয়েছে ভারতও। কেরান সেক্টরের পোস্টগুলি থেকে পাকিস্তানের গান এরিয়া ও জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। প্রত্যাঘাতের সেই ছবিও প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনাবাহিনী। ড্রোন থেকে তোলা সেই ফুটেজে হামলার নিরর্দশ সুস্পষ্ট।     

ওড়িশার মতো এবার লকডাউনের মেয়াদ বাড়াল দেশের আরেক রাজ্য, চলবে ১লা মে পর্যন্ত              
ভারতীয় সেনারা মূলত নীলম উপত্যকার কেল লঞ্চিং প্যাডকেই নিশানা করে বলে জানিয়েছেন আধিকারিকরা। বারামুল্লার উরি এলাকাতেও পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে আধিকারিকরা জানিয়েছেন।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় পাকিস্তানও বিধ্বস্ত। গোটা বিশ্ব যেখানে একজোট হয়ে এই মহাবিপর্যয়ের মোকাবিলায় ব্যস্ত, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাবাহিনী নির্লজ্জভাবে হামলা চালাল ভারতের ওপর।

 

.