অসমের গরীব মানুষদের থেকে জোর করে কর আদায় করে এনডিএফবি জঙ্গিরা, ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ

শুধু সরকারকে কর দিয়েই রেহাই নেই। অসমের বহু এলাকায় থাকতে হলে কর দিতে হয় এনডিএফবি জঙ্গিদেরও। অসমে এনডিএফবি জঙ্গি হানার পরই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, কর দিতে না পারার শাস্তি মৃত্যু। দেখুন ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।

Updated By: Jan 1, 2015, 09:39 AM IST
অসমের গরীব মানুষদের থেকে জোর করে কর আদায় করে এনডিএফবি জঙ্গিরা, ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ

ব্যুরো: শুধু সরকারকে কর দিয়েই রেহাই নেই। অসমের বহু এলাকায় থাকতে হলে কর দিতে হয় এনডিএফবি জঙ্গিদেরও। অসমে এনডিএফবি জঙ্গি হানার পরই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, কর দিতে না পারার শাস্তি মৃত্যু। দেখুন ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।

জঙ্গল থেকে কাঠ সংগ্রহ। কিন্তু কাঠ সংগ্রহ করে ঘরে ফিরতে হলে এই সব গরিব মানুষদের দিতে হয় কর। সাধারণ ভাবে যাকে এরা বলেন এনডিএফবি কর। যাঁরা মোটামুটি স্বচ্ছল তাদের বাত্‍সরিক কর দেওয়া বাধ্যতামূলক। যাঁদের বাড়িতে গোয়াল আছে কর দিতে হয় তাঁদেরও। জঙ্গলে ক্যাম্প করে থাকা এনডিএফবি জঙ্গিরাই সাধারণ মানুষের কাছ থেকে এই কর সংগ্রহ করে বলে অভিযোগ।

কর দিতে অস্বীকার করলে এই সব গরিব দিন আনা দিন খাওয়া মানুষদের পরিণতি হয় মৃত্যু। এইসব এলাকায় সরকারের পাশাপাশি রয়েছে জঙ্গিরাজও।যার আতঙ্ক প্রতিদিন তাড়া করে বেড়ায় কোকরাঝাড়, পাকরীগুড়ি এলাকার মানুষদের।

 

.