অখণ্ড ভারতের পক্ষে এবার সওয়াল গেরুয়া শিবিরের বাইরে থেকেও!

নবাব মালিক আরও বলেন, বার্লিন প্রাচীর যদি ভেঙে ফেলা যায় তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলেমিশ একদেশ হবে না কেন!

Updated By: Nov 23, 2020, 07:22 PM IST
অখণ্ড ভারতের পক্ষে এবার সওয়াল গেরুয়া শিবিরের বাইরে থেকেও!

নিজস্ব প্রতিবেদন: ভারত, বাংলাদেশ ও পাকিস্তান মিলে এক দেশ হলে তাকে স্বাগত জানাবে এনসিপি। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক।

আরও পড়ুন-তিন রাজ্য থেকে মহারাষ্ট্রে ঢুকতে দেখাতেই হবে করোনা নেগেটিভ রিপোর্ট

সোমবারই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, 'একদিন করাচি ভারতের অংশ হবে। আমরা অখণ্ড ভারতে বিশ্বাস করি।' ফড়ণবীশের ওই মন্তব্যের পরই এনিয়ে রাজ্যের মন্ত্রী নবাব মালিক বলেন, দেবেন্দ্রজি বলেছেন করাচি একদিন ভারতের অংশ হবে। আমরা বহুদিন ধরেই বলে আসছি ভারত-বাংলাদেশ-পাকিস্তান এদেশ হওয়া উচিত।

নবাব মালিক আরও বলেন, বার্লিন প্রাচীর যদি ভেঙে ফেলা যায় তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলেমিশ একদেশ হবে না কেন! এক সময়ে আমরা একদেশ হব।

আরও পড়ুন-ফেব্রুয়ারিতেই ভারতে করোনার ভ্যাকসিন, দাম ৫০০-৬০০ টাকার মধ্যেই

উল্লেখ্য, এই প্রথম সংঘ পরিবারের কোনও নেতা অখণ্ড ভারতের পক্ষে সওয়াল করলেন না। এর আগেও তা করা হয়েছে। বিজেপি, আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ বরাবরই অখণ্ড ভারতের কথা বলে থাকে।

.