Nepal-এ নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব

মঙ্গলবার নেপালে (Nepal) ভারতের (India) নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন নবীন শ্রীবাস্তব (Naveen Srivastava)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেপালের লুম্বিনি ভ্রমণের পরেই বিদেশমন্ত্রক এই খবর জানিয়েছে।

Updated By: May 18, 2022, 08:07 AM IST
Nepal-এ নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার নেপালে (Nepal) ভারতের (India) নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন নবীন শ্রীবাস্তব (Naveen Srivastava)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেপালের লুম্বিনি ভ্রমণের পরেই বিদেশমন্ত্রক এই খবর জানিয়েছে।

এর আগে বিনয় মোহন কাত্রা (Vinay Mohan Kwatra) নেপালে ভারতের রাষ্ট্রদূতের কাজ করছিলেন। তাঁকে দুই সপ্তাহ আগে দেশের বিদেশ সচিব পদে নিযুক্ত করা হয়। ১৯৯৩ সালের আইএফএস নবীন শ্রীবাস্তব বর্তমানে বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করছেন।

পূর্ব এশিয়া ডিভিশনের অতিরিক্ত সচিব হিসেবে চিনের (China) সঙ্গে লাদাখ (Ladakh) সীমান্ত সমস্যায় বিভিন্ন কূটনৈতিক আলোচনায় নেতৃত্ব দিয়েছেন নবীন শ্রীবাস্তব। সীমান্ত সমস্যায় দুই দেশের সামরিক আলোচনার দলেও ছিলেন তিনি। 

আরও পড়ুন: Baramulla Attack: বারামুলায় মদের দোকানে সন্ত্রাসবাদী হানা, মৃত ১ আহত ৩

এই অঞ্চলে সামগ্রিক কৌশলগত স্বার্থের কারনে নেপাল ভারতের জন্য গুরুত্বপূর্ণ। দুই দেশের নেতারাই বিভিন্ন সময়ে দুই দেশের "রোটি বেটি" সম্পর্কের কথা উল্লেখ করেছেন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.