ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে হাজিরা দিতেই হবে সোনিয়া ও রাহুলকে

ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে হাজিরা দিতেই হবে সোনিয়া ও রাহুল গান্ধীকে। দিল্লি হাইকোর্টের এই রায়ে চরম অস্বস্তি কংগ্রেস শিবিরে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনের মাঝেই বিব্রত কংগ্রেস।

Updated By: Dec 7, 2015, 05:39 PM IST
  ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে হাজিরা দিতেই হবে সোনিয়া ও রাহুলকে

ওয়েব ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে হাজিরা দিতেই হবে সোনিয়া ও রাহুল গান্ধীকে। দিল্লি হাইকোর্টের এই রায়ে চরম অস্বস্তি কংগ্রেস শিবিরে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস। সংসদের শীতকালীন অধিবেশনের মাঝেই বিব্রত কংগ্রেস।

উনিশশো আটত্রিশে প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে প্রতিষ্ঠা ন্যাশনাল হেরাল্ডের। স্বাধীনতার আগে দেশবাসীকে  উদ্বুদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই সংবাদপত্রের। অর্থাভাবে সংস্থা চালাতে পারছিল না ন্যাশনাল হেরাল্ড কর্তৃপক্ষ। সেসময় কংগ্রেসের পার্টি ফান্ড থেকে  নব্বই কোটি টাকা ঋণ দেওয়া হয়। ওই ঋণে সম্পূর্ণভাবেই কর মকুব এবং সুদ ছাড় দেওয়া হয়। এর পরেও অর্থাভাব কাটেনি সংস্থার। তখনই ইয়ং ইন্ডিয়া লিমিটেড মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় সংবাদপত্র কিনে নেয়। দুহাজার আট সালে এই ঘটনা ঘটে।  বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ ইয়ং ইন্ডিয়া লিমিটেডের সিংহভাগ শেয়ার গান্ধী পরিবারের। ন্যআশনাল হেরাল্ডের কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও তাহলে কেন ঋণ শোধ করা হল না। অভিযোগ,  এভাবে লোকের চোখে ধুলো দিয়ে দেশের ভাবাবেগের সঙ্গে সম্পর্কিত একটি কাগজের কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাত্‍ করেছেন সোনিয়া-রাহুল।

এবিষয়ে বিহিত চেয়ে আদালতের দ্বারস্থ হন সুব্রহ্মণ্যম স্বামী। সেই মামলাও ঝুলে রয়েছে একবছরের বেশি।দুহাজার চোদ্দোর অগাস্টে সোনিয়া ও রাহুল গান্ধীকে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ পাওয়া মাত্রই উঠে পড়ে লাগে কংগ্রেস। হাইকোর্টে যায়। সশরীরে হাজিরার ওপর প্রাথমিকভাবে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট । কিন্তু সাতই ডিসেম্বর মাথায় আকাশ ভেঙে পড়ল কংগ্রেস হাইকম্যান্ডের। আট তারিখ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সুমন দুবে, মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, স্যাম পিত্রোদা একং ইয়ং ইন্ডিয়া লিমিটেডকে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। কর ও সুদ মকুব করে ঋণ দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

সোনিয়া-রাহুল কিম্বা বাকিরা কোনওভাবেই  আদালতে হাজিরা এড়াতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে।শীতকালীন অধিবেশনের মাঝে এঘটনায় প্রবল চাপে কংগ্রেস।

 

.