নরেন্দ্র মোদীর 'মন কি বাত' শুনিয়ে ১০ কোটি ঘরে তুলল আকাশবাণী
ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠান শুনিয়েই ১০ কোটি টাকা রোজগার করল আকাশবাণী। গত দুটি আর্থিক বর্ষে এই টাকা ঘরে তুলেছে AIR। আজ লোকসভার অধিবেশনে এমনই তথ্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে।
প্রথম থেকেই প্রধানমন্ত্রীর এই 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। তবুও, এই 'মন কি বাত' অনুষ্ঠানের মধ্যে দিয়ে না না বিষয়ে নিজের মনের কথাই বলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- ভারতীয় রেলের উন্নতিতে ৫ লাখ কোটি টাকার বিনিয়গের সিদ্ধান্ত বিশ্বব্যাঙ্কের
মন্ত্রক সূত্রে খবর, ২০১৫-১৬ অর্থবর্ষে 'মন কি বাত' অনুষ্ঠান সম্প্রচার করে ৪.৭৮ কোটি টাকা আয় করে AIR। অন্যদিকে, ২০১৬-১৭ অর্থবর্ষে ৫.১৯ কোটি টাকা আয় হয়েছে তাদের। আজ এই তথ্য লিখিত ভাবে লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।
নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠানটি ১৮টি ভাষায় সম্প্রচারিত হয়। এছাড়াও ইংরাজি ও সংস্কৃততেও সম্প্রচারিত হয় সেটি।