রাষ্ট্রের চেয়ে বড় মতাদর্শ নয়, বাম-গড় JNU-তে পড়ুয়াদের বিবেক-পাঠ মোদীর

২০০৫ সালে জেএনইউ-তে জওহরলাল নেহরুর মূর্তি বসানো হয়। তখনই বিবেকানন্দর মূর্তি বসানোর দাবি ওঠে।

Updated By: Nov 12, 2020, 09:10 PM IST
রাষ্ট্রের চেয়ে বড় মতাদর্শ নয়, বাম-গড় JNU-তে পড়ুয়াদের বিবেক-পাঠ মোদীর

নিজস্ব প্রতিবেদন: মতাদর্শ কখনও দেশের চেয়ে বড় নয়। জেএনইউ-তে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারও নাম নেননি, তবে তাঁর লক্ষ্য যে বামপন্থী ছাত্র সংগঠন, সেটা স্পষ্ট। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কৃষি আইন, জাতীয় শিক্ষানীতির পক্ষেও সওয়াল করেন মোদী।   

বামপন্থীদের আখড়া বলে পরিচিত দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ইদানীং সেখানে জমি কিছুটা হলেও শক্ত করেছে সঙ্ঘ পরিবারে ছাত্র সংগঠন এবিভিপি। দু'পক্ষের সংঘাতে ক্যাম্পাসে ছড়িয়েছে হিংসা। ৪ বছর আগে JNU-তে বিতর্কিত স্লোগানের জেরে, র‍্যাডিকাল ও রাষ্ট্রবাদী হিসাবে পড়ুয়াদের মধ্যে বিভাজনও খুব বেশি স্পষ্ট হয়ে যায়। সেখানে এবার 'ইউথ আইকন' স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। জাতীয়বাদী আদর্শে সম্পৃক্ত, যে বিবেকানন্দের চিন্তাধারা, তাঁর মূর্তি উন্মোচনে নাম না করে বামপন্থীদের বার্তা দেন। প্রধানমন্ত্রী বলেন, ''দেশহিতের চেয়ে মতাদর্শ কখনই অগ্রাধিকার হতে পারে না। মতাদর্শ রাষ্ট্রের সঙ্গে থাকা উচিত। রাষ্ট্রের বিরুদ্ধে নয়। দেশের প্রতি অগাধ সমর্পন, একাত্মীকরণে অনুপ্রাণিত করবে স্বামীজির এই মূর্তি।''

২০০৫ সালে জেএনইউ-তে জওহরলাল নেহরুর মূর্তি বসানো হয়। তখনই বিবেকানন্দর মূর্তি বসানোর দাবি ওঠে। ২০১৭ সালে সিদ্ধান্ত হয়। লাইব্রেরির জন্য বরাদ্দ টাকা থেকে এই কাজ করা হচ্ছে বলে তোলা হয় অভিযোগ। তবে, উপাচার্য জানিয়েছেন, প্রাক্তনীদের সাহায্যেই তৈরি হয়েছে মূর্তি। সুস্থ-সমৃদ্ধ বিতর্কের জন্য পরিচিত, JNU-এর পড়ুয়াদের সামনে এদিন কৃষি আইন, জাতীয় শিক্ষা-নীতির পক্ষে সওয়াল করেন মোদী। অভিযোগ করেন, গরিবের উন্নয়নে আগের সরকার কাজ করেনি। সংস্কার নিয়ে খোলামেলা বিতর্ক করা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রী। বলেন,''ভারতে উত্তম সংস্কারকে বলা হতো খারাপ রাজনীতি।  উত্তম সংস্কার উত্তম রাজনীতি কীভাবে হল, সেটা নিয়ে আপনারা গবেষণা করুন।''  

এ দিন ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন। স্বামীজির সাড়ে ১১ ফুটের মূর্তি উন্মোচনে ক্যাম্পাসে ওঠে জয় শ্রীরাম স্লোগান। বিশ্ববিদ্যালয়, পড়ুয়াদের স্বার্থবিরোধী বিভিন্ন পদক্ষেপ করছে, এই অভিযোগে ক্যাম্পাসের গেটে বাম ছাত্র সংগঠনগুলি বিক্ষোভ দেখায়।     

আরও পড়ুন- 'মোদী গো ব্যাক', স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের আগে পোস্টার JNU-তে

.