বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জুলিয়ান অ্যাসাঞ্জকে পিছনে ফেলে দিলেন নরেন্দ্র মোদী
এই বছর এই বিশ্বে সর্বশ্রেষ্ঠ চরিত্র নরেন্দ্র মোদী। টাইমস ম্যাগাজিনের অনলাইন সমীক্ষায় এই ফল বেড়িয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার কে করেছেন? তা স্থির করতেই প্রতি বছর সমীক্ষা হয়। এবারের অনলাইন ভোটগ্রহণ রবিবার মধ্যরাতে শেষ হয়েছে। আঠারো শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জনপ্রিয়তায় বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জুলিয়ান অ্যাসাঞ্জকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। মার্ক জুকেরবার্গ ও হিলারি ক্লিন্টন তাঁর থেকে বহুযোজন পিছনে। তবে বিশ্বসেরা ব্যক্তিত্ব কে তা বাছবেন টাইমসের এডিটর। ফলঘোষণা সাতই ডিসেম্বর।
ওয়েব ডেস্ক: এই বছর এই বিশ্বে সর্বশ্রেষ্ঠ চরিত্র নরেন্দ্র মোদী। টাইমস ম্যাগাজিনের অনলাইন সমীক্ষায় এই ফল বেড়িয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার কে করেছেন? তা স্থির করতেই প্রতি বছর সমীক্ষা হয়। এবারের অনলাইন ভোটগ্রহণ রবিবার মধ্যরাতে শেষ হয়েছে। আঠারো শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। জনপ্রিয়তায় বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জুলিয়ান অ্যাসাঞ্জকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। মার্ক জুকেরবার্গ ও হিলারি ক্লিন্টন তাঁর থেকে বহুযোজন পিছনে। তবে বিশ্বসেরা ব্যক্তিত্ব কে তা বাছবেন টাইমসের এডিটর। ফলঘোষণা সাতই ডিসেম্বর।
আরও পড়ুন নতুন পঞ্চাশ টাকার নোটে কী থাকছে আর কী থাকছে না, জানুন
আরও পড়ুন স্বেচ্ছায় কালো টাকা ঘোষণা স্কিমে কেন্দ্রের পাতা জালে মুম্বইয়ের ব্যবসায়ী পরিবার