'নরেন্দ্র মোদী একজন অত্যন্ত বাজে রাজনীতিবিদ'
নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে গত কয়েকদিন ধরেই তোপের মুখে পড়তে হয়েছে বিরোধীদের। আজও পড়তে হয় সংসদে। অন্যদিকে, এই ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলনে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে গতকাল ও আজ বিরোধীদের একপ্রকার তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
ওয়েব ডেস্ক : নোট বাতিল ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে গত কয়েকদিন ধরেই তোপের মুখে পড়তে হয়েছে বিরোধীদের। আজও পড়তে হয় সংসদে। অন্যদিকে, এই ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলনে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে গতকাল ও আজ বিরোধীদের একপ্রকার তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী।
বলেন, কেন্দ্রের এই তাত্ক্ষনিক সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন বিরোধীরা। তাদের 'দুর্নীতিপরায়ণ' বলে দাবি করে মোদী বলেন, এর ফলে তারা টাকা জমা দিতে পারেননি বলেই এখন চিত্কার করছেন।
আরও পড়ুন- নোট বাতিলের পক্ষে এবার জোরাল সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
এদিকে আজ প্রধানমন্ত্রীকে টুইট করে রীতিমতো চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সমস্ত রকম বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। নরেন্দ্র মোদী একজন অত্যন্ত বাজে রাজনীতিবিদ। আর তার থেকেও একজন খারাপ প্রশাসক।'
Modi Ji has lost all credibility. A bad politician & even a worse administrator. He is lying. All Opposition is united, and you are divided
— Mamata Banerjee (@MamataOfficial) November 25, 2016