পাকিস্তানকে আক্রমণের মাঝেই আবেগপ্রবণ নরেন্দ্র মোদী

"পেশোয়ারে স্কুলের পড়ুয়াদের হত্যার পর ১২৫ কোটি ভারতীবাসীর চোখের জল এসেছিল। পাকিস্তানিদের যন্ত্রণা প্রতিটি ভারতবাসী উপলব্ধি করেন। পাকিস্তানেরও উচিত  নিজেদের শাসকদের এ কথা বলা যে, কোনও দেশের বিরুদ্ধে নয়, লড়তে হবে দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে।" ভাটিন্ডায় আজ পাকিস্তানের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Nov 25, 2016, 09:12 PM IST
পাকিস্তানকে আক্রমণের মাঝেই আবেগপ্রবণ নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক : "পেশোয়ারে স্কুলের পড়ুয়াদের হত্যার পর ১২৫ কোটি ভারতীবাসীর চোখের জল এসেছিল। পাকিস্তানিদের যন্ত্রণা প্রতিটি ভারতবাসী উপলব্ধি করেন। পাকিস্তানেরও উচিত  নিজেদের শাসকদের এ কথা বলা যে, কোনও দেশের বিরুদ্ধে নয়, লড়তে হবে দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে।" ভাটিন্ডায় আজ পাকিস্তানের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ফের পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। ভাতিন্দায় AIIMS-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী। সেখানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও সামলাতে পারেনি। আর এখন ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নেমে নিজেরই ক্ষতি করছে তারা।"

আরও পড়ুন- সার্জিকাল স্ট্রাইক নিয়ে পাকিস্তানকে কটাক্ষ মোদীর, জোরাল সওয়াল নোট বাতিল নিয়েও

তাঁর বক্তব্য, "শক্তি থাকা সত্ত্বেও আগে আমাদের সেনা জওয়ানরা বীরত্বের পরিচয় দিতে পারতেন না। কিন্তু নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ২৫০ কিমি ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে আসার পর পাকিস্তান আমাদের বীর জওয়ানদের সাহসের পরিচয় পেয়েছে।"

 

.