এনডিএ-এর সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি আমিত শাহ নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব দেন। তারপরেই সকলেই মোদীকে সমর্থন করেন।
নিজস্ব প্রতিবেদন : শনিবার সংসদের সেন্ট্রাল হলে হাজির ছিল বিজেপি সহ এনডিএ-র সব শরিক দল। সেখানেই এনডিএ-এর সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হল নরেন্দ্র মোদীকে। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি আমিত শাহ নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব দেন। তারপরেই সকলেই মোদীকে সমর্থন করেন।
#WATCH Delhi: NDA elects Narendra Modi as its leader, at the NDA Parliamentary meeting. pic.twitter.com/7xlSaqfRCj
— ANI (@ANI) May 25, 2019
নরেন্দ্র মোদীকে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত করার পর তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বিজেপি ও অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ। একে একে অভিনন্দন জানান প্রকাশ সিং বাদল থেকে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, বিজেপি নেত্রী সুষমা স্বরাজ, নীতিন গড়কড়ি।
Delhi: Narendra Modi seeks blessings from senior BJP leader LK Advani, at the NDA meeting. He has been elected as the leader of BJP & NDA. pic.twitter.com/WfKKWEDc3j
— ANI (@ANI) May 25, 2019
লোকসভা ভোটে এনডিএ পেয়েছে ৩৪৯ টি আসন। বিজেপি একাই পেয়েছে ৩০০-র বেশি আসন। এদিন এনডিএ-এর বৈঠকে হাজির ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা মুরলীমনোহর জোশী এবং লালকৃষ্ণ আডবাণী। বৈঠকে লালকৃষ্ণ আডবাণীর কাছ থেকে আশীর্বাদও নেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন - দেশ জিতেই নজর বাংলায়, আজ রাজ্যের বিজেপির সাংসদের সঙ্গে আলাদা বৈঠক করবেন শাহ