দেশের জন্য নয়, দুর্নীতি হাত থেকে বাঁচতে একজোট, বিরোধীদের নিশানা মোদীর

 বিরোধী ঐক্যকে দুর্নীতিগ্রস্তদের জোট তকমা দিলেন নরেন্দ্র মোদী। 

Updated By: May 26, 2018, 07:34 PM IST
দেশের জন্য নয়, দুর্নীতি হাত থেকে বাঁচতে একজোট, বিরোধীদের নিশানা মোদীর

নিজস্ব প্রতিবেদন: সরকারের চার বছর পূর্তিতে কটকে দাঁড়িয়ে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কটকের সভায় তিনি বলেন,''কালো টাকা থেকে জন ধন এবং অপশাসন থেকে সুশাসনের উদ্দেশে যাত্রা করছে দেশ। ১২৫ কোটি মানুষ বিশ্বাস করেন পরিবর্তন সম্ভব।''একইসঙ্গে ঐক্যবদ্ধ বিরোধী জোটকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। একহাত নেন নেহেরু-গান্ধী পরিবারকেও। 

কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণ মঞ্চে ঐক্যবদ্ধ বিরোধীদের দেখেছিল গোটা দেশ। তবে সেই বিরোধী ঐক্যকে দুর্নীতিগ্রস্তদের জোট তকমা দিয়ে উড়িয়ে দিলেন নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন,''কালো টাকার বিরুদ্ধে কড়া আইন এনেছে সরকার। তদন্তকারী দল গঠন করে। তদন্তে জেরে কম্পন তৈরি হয়েছে। সে জন্যই একমঞ্চে এসেছেন অনেকে। পাঁচ হাজার কোটি টাকার দুর্নীতিতে জামানতে মুক্তিপ্রাপ্ত থেকে বিভিন্ন দুর্নীতিতে জড়িত লোক একজোট হচ্ছেন। এরা দেশকে বাঁচানোর জন্য নয়, নিজেকে ও পরিবারকে বাঁচানোর জন্য এক হচ্ছেন। একজোট হয়ে ফায়দা তোলার চেষ্টা করছেন। সব জানে মানুষ।'' 

এদিন তাঁর সরকারের একাধিক কৃতিত্বের কথাও তুলে ধরেছেন মোদী। স্বচ্ছ ভারত কর্মসূচিতে শৌচালয়ের ব্যবস্থা থেকে জন ধনের মতো প্রকল্পের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের জমানার কথা তুলে ধরে পরিবারবাদকেও দুষেছেন মোদী। মনে করিয়ে দেন, চারবছরে একটাও দুর্নীতিতে জড়ায়নি তাঁর সরকার। 

কংগ্রেসের বিরুদ্ধে ভোটব্যাঙ্কের রাজনীতির অভিযোগও করেন মোদী। তিনি বলেন, ''ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য একটি নির্দিষ্ট এলাকা বেছে সেখানকার মানুষের উন্নয়ন করা হত। আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্রে বিশ্বাসী।''   

আরও পড়ুন- ২০১৪ সালের 'গঙ্গাপুত্র' মোদী এবার জগন্নাথের শরণে?

.