নারদ-কাণ্ড খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিটি

স্টিং অপারেশনে তৃণমূল সাংসদদের নাম জড়ানোয় বাম ও কংগ্রেস সাংসদরা গতকালই নীতি কমিটির কাছে বিষয়টি পাঠানোর দাবি জানান। একই ইঙ্গিত দেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও। এবার তাই নারদ-কাণ্ড খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিটি।

Updated By: Mar 16, 2016, 01:21 PM IST
নারদ-কাণ্ড খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিটি

ওয়েব ডেস্ক: স্টিং অপারেশনে তৃণমূল সাংসদদের নাম জড়ানোয় বাম ও কংগ্রেস সাংসদরা গতকালই নীতি কমিটির কাছে বিষয়টি পাঠানোর দাবি জানান। একই ইঙ্গিত দেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও। এবার তাই নারদ-কাণ্ড খতিয়ে দেখবে লোকসভার নীতি কমিটি।

এরপরই আজ লোকসভার স্পিকার জানান গোটা বিষয়টি তিনি নীতি কমিটির কাছে পাঠিয়ে দিচ্ছেন। নারদ-কাণ্ড নিয়ে রাজ্যসভায় বাম ও কংগ্রেস দু-পক্ষই আলাদা আলাদাভাবে নোটিস দেয়। বামেদের দাবি ছিল, সংসদ বা সরকার গোটা বিষয়টির তদন্ত করুক। তৃণমূলের নোটিসের বক্তব্য ছিল, রাজনীতিতে কালো টাকার রমরমা বন্ধ হোক। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান দুটি নোটিসই খারিজ করে দেন। তবে, বাম ও কংগ্রেস সাংসদদের এ নিয়ে বলার সুযোগ দেন তিনি। দু-পক্ষের সাংসদরাই মুখ খোলায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা।

.