নারদকাণ্ড: ডেরেকের অভিযোগ, 'জাল ভিডিও', রাজনৈতিক ষড়যন্ত্রের কথা অস্বীকার করলেন 'নারদ'

এর আগে 'সারদাকাণ্ডে' তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এবার 'নারদ' কাণ্ডে নড়ে গেল বাংলার রাজনীতি। নারদ নিউজের বিস্ফোরক স্টিং ভিডিওতে নাজেহাল তৃণমূল। বিজেপি দফতরে দেখানো নারদের স্টিং অপারেশনের ভিডিওতে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের উচু স্তরের নেতা মন্ত্রীর। দলের একদা কম্যান্ড ইন সেকেন্ড মুকুল রায় থেকে বাংলায় ক্ষমতাসীন তৃণমূল সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সবাই জড়িয়েছেন ঘুষ নেওয়ার ভিডিও ফুটেজ বিতর্কে।

Updated By: Mar 15, 2016, 04:08 PM IST
নারদকাণ্ড: ডেরেকের অভিযোগ, 'জাল ভিডিও', রাজনৈতিক ষড়যন্ত্রের কথা অস্বীকার করলেন 'নারদ'

ওয়েব ডেস্ক: এর আগে 'সারদাকাণ্ডে' তোলপাড় হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। এবার 'নারদ' কাণ্ডে নড়ে গেল বাংলার রাজনীতি। নারদ নিউজের বিস্ফোরক স্টিং ভিডিওতে নাজেহাল তৃণমূল। বিজেপি দফতরে দেখানো নারদের স্টিং অপারেশনের ভিডিওতে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের উঁচু স্তরের নেতা মন্ত্রীরা। দলের একদা কম্যান্ড ইন সেকেন্ড মুকুল রায় থেকে বাংলায় ক্ষমতাসীন তৃণমূল সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, সবাই জড়িয়েছেন ঘুষ নেওয়ার ভিডিও ফুটেজ বিতর্কে।

স্টিং নিয়ে 'নারদ'-এর গাইড

"নারদ নিউজ ডট কমের ভিডিও যাচাই করা উচিত এবং প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত", মন্তব্য বাংলা থেকে বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার।

"সারদাকাণ্ড থেকে নারদকাণ্ড, তৃণমূলের গোটা দলই লুঠে জড়িত", বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।

নারদ নিউজ ডট কমের কর্ণধার ম্যাথু স্যামুয়েলস জানিয়েছেন, "এই স্টিং অপারেশনে কোনও রকম রাজনৈতিক ষড়যন্ত্র নেই"।

এই স্টিং অপারেশনে ৭০ লক্ষ টাকা ঘুষ হিসেবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীকে দেওয়া হয়েছে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক অ'ব্রায়েনের অভিযোগ, "আমরা স্বচ্ছ। মমতা দিদির সততা নিয়ে কোনও প্রশ্নই নেই। বাংলার মানুষ জানে আমরা ভোটের জন্য ব্যস্ত। এই ভিডিও জাল"। এই নিউজ পোর্টালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলে জানান, ডেরেক ও'ব্রায়েন।        

 

.