মোদীর পর এবার মমতার সঙ্গে বৈঠক করতে আসছেন ন্যান্সি পাওয়েল
নরেন্দ্র মোদীর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন ন্যান্সি পাওয়েল। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
নরেন্দ্র মোদীর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন ন্যান্সি পাওয়েল। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন কূটনীতিকরা মনে করছেন লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে সরকার তৈরিতে শুধু নরেন্দ্র মোদীই নন বড়সড় ভূমিকা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক মহলের মতে এই মূল্যয়ন থেকেই তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে উদ্যোগী হয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
এদিকে, এক দশকের বয়কটের ইতি হল আজ। ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল দেখা করলেন আসন্ন লোকসভায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে। মোদীর বাসভবনেই।
২০০২ সালে গুজরাত দাঙ্গার পর মোদীকে রীতিমত বয়কটের পথে হেঁটেছিল আমেরিকা। মার্কিন দেশে নিষিদ্ধ হয়েছিল মোদীর প্রবেশ। আজকে ন্যান্সি পাওয়েলের সঙ্গে গুজরাত মুখ্যমন্ত্রীর বৈঠক ইঙ্গিত দিল বয়কট উঠিয়ে নরেন্দ্র মোদীর দিকে সন্ধির হাত বাড়াতে ইচ্ছুক ওয়াশিংটন।
গুজরাতে ধর্মীয় স্বাধীনতার উপর হিংসা নামিয়ে আনার অভিযোগে ২০০৫ সালে মোদীর ভিসা বাতিল করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারপর কোনও হাইপ্রোফাইল মার্কিনি আধিকারিকের সঙ্গে এই প্রথম সাক্ষ্যাত মোদীর।
ভিসা বিতর্কের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছে ফের ভিসার জন্য আবেদন জানাতে পারবেন মোদী।
এদিকে মোদীর সঙ্গে পাওয়ালের সাক্ষ্যাত নিয়ে স্বভাবতই উৎসাহী বিজেপি। এক বিজেপি নেতা মন্তব্য করেছেন `মোদীকে স্বীকার করে নেওয়া ছাড়া কোনও পথই খোলা ছিল না আমেরিকার কাছে। গণতন্ত্রের দাবি এটাই।``