সাত সকালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন। বিহারের নালন্দার ঘটনা।
নিজস্ব প্রতিবেদন : বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন আরও ২৫ জন। বিহারের নালন্দার ঘটনা।
রিপোর্টে প্রকাশ, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই নালন্দার জালালপুরের ওই বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই বাজি কারখানার আশপাশের বেশ কয়েকটি বাড়িও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর।
আরও পড়ুন : নিলামের টাকা মেটাতে না পারায় স্ত্রীকে অপহরণ, রাগে, ক্ষোভে আত্মঘাতী স্বামী
নালন্দার ওই বাজি কারখানায় বিস্ফোরণ হওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিসের একটি দল। সেই সঙ্গে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনও পৌঁছে যায় সেখানে। বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে বিস্ফোরণের পর নালন্দার ডিএম এবং সুপার সুপারও ঘটনাস্থলে পৌঁছেছেন। শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি ওই ঘটনার পর এটিএসও পৌঁছেছে ঘটনাস্থলে।
#Visuals from Nalanda's Jalalpur, where a blast took place in an illegal firecracker factory. One dead, 25 injured in the blast. Investigation is underway. pic.twitter.com/eYP4hrrUHm
— ANI (@ANI) March 23, 2018