মার্চের মধ্যেই নাগপুর ওয়াই-ফাই শহর

নাগপুর হবে ওয়াই-ফাই শহর। এবছরের মার্চের মধ্যেই শহর অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এই শহরকে উন্নীত করা হচ্ছে।

Updated By: Jan 2, 2017, 05:41 PM IST
মার্চের মধ্যেই নাগপুর ওয়াই-ফাই শহর

ওয়েব ডেস্ক: নাগপুর হবে ওয়াই-ফাই শহর। এবছরের মার্চের মধ্যেই শহর অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এই শহরকে উন্নীত করা হচ্ছে।

শহর জুড়ে মোট চার হাজারের বেশী সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফড়ণবীশ। এছাড়া বাসস্টপে 'ডিজিটাল কিয়স্ক'-এর সুবিধা রাখা হবে। এই সব কিয়স্কে বাসের অবস্থান এবং নির্দিষ্ট দূরত্বের জন্য প্রয়োজনীয় সময়সীমারও উল্লেখ থাকবে। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর স্বপ্নের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় দেশের অগ্রণী রাজ্য হিসাবে রয়েছে মহারাষ্ট্রের এই শহর। সংঘের সদর দফতর নাগপুরে। ফলে এই ঘোষণার বিশেষ তাত্পর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- 'ফ্রিজ' হয়ে যেতে পারে সমাজবাদী সাইকেল

.