ঘুরছে মাথা-মুখে ফেনা, রহস্যজনক রোগে অন্ধ্রে মৃত ১, আক্রান্ত ২৯০
পরিস্থিতি বিচার করে এলুরুতে বিশেষ চিকিত্সক দল পাঠিয়েছে সরকার। পাশাপাশি ঘরে ঘরে এনিয়ে অনুসন্ধান চালান হচ্ছে
![ঘুরছে মাথা-মুখে ফেনা, রহস্যজনক রোগে অন্ধ্রে মৃত ১, আক্রান্ত ২৯০ ঘুরছে মাথা-মুখে ফেনা, রহস্যজনক রোগে অন্ধ্রে মৃত ১, আক্রান্ত ২৯০](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/06/293635-8.gif)
নিজস্ব প্রতিবেদন: করোনা আবহের মধ্যেই অজানা এক রোগ নিয়ে আতঙ্ক ছড়াল শহরজুড়ে। অন্ধ্রপ্রদেশের এলুরু শহরে এখনও পর্যন্ত ওই অজানা রোগে আক্রান্ত ২৯০ জন। শিশু থেকে বৃদ্ধ সবাই এই রোগের শিকার। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হল একজনের।
আরও পড়ুন-স্বমেজাজে বিমল গুরুং, শিলিগুড়ির সভা থেকে দিলেন বিজেপিকে উত্খাতের ডাক
পশ্চিম গোদাবরীর এলুরুতে পরিস্থিতি এমনই যে হাসপাতালে আনা হলে রোগীদের ভর্তি করে নিতে হচ্ছে। চিকিত্সা করার পর ঘরে ফিরেছেন শ দেড়েক রোগী। তবে রোগটা যে কী তা এখনও বলতে পারেছেন না চিকিত্সকরা।
রোগীদের আচমকাই মাথা ঘুরতে শুরু করছে, কারও কারও মুখ দিয়ে ফেনা বেরিয়ে পড়ছে। কোনও পরীক্ষাতেই কিছু ধরা পড়ছে না। রবিবার সন্ধেয়, ৪৬ বছরের এক ব্যক্তি মাথাঘোরা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে এসেছিলেন। শেষপর্যন্ত মৃত্যু হয়েছে তার।
আরও পড়ুন-বিশ্বাসযোগ্য নয় করোনার Rapid Antigen Test! দিল্লিতে মিলল চাঞ্চল্যকর তথ্য
পরিস্থিতি বিচার করে এলুরুতে বিশেষ চিকিত্সক দল পাঠিয়েছে সরকার। পাশাপাশি ঘরে ঘরে এনিয়ে অনুসন্ধান চালান হচ্ছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, অধিকাংশ রোগীই ভালো হয়ে যাচ্ছেন। বাকীদের পরিস্থিতি স্থিতিশীল। তবে রোগের কারণ কী তা এখনও বোঝা যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে এলুরুতে মেডিক্যাল টিম পাঠিয়েছে সরকার।