আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে: তেলেঙ্গানা বিরোধিতায় প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর

অন্ধ্রপেদেশ বিভক্ত করে তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্তের বিরোধিতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করল অন্তর্বর্তী রেল বাজেট অধিবেশনে। কংগ্রেস ও শরিক তেলেগু দেশম পার্টির মোট চার জন সাংসদ যেভাবে ইউপিএ রেলমন্ত্রীর বেজট পেশে বাধা দিয়েছেন তাতে `মর্মাহত` প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংসদে নাটকীয় ঘটনার পর তিনি বলেন, "সংসদে যা হচ্ছে তা দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।" এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Updated By: Feb 12, 2014, 01:22 PM IST

অন্ধ্রপেদেশ বিভক্ত করে তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্তের বিরোধিতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করল অন্তর্বর্তী রেল বাজেট অধিবেশনে। কংগ্রেস ও শরিক তেলেগু দেশম পার্টির মোট চার জন সাংসদ যেভাবে ইউপিএ রেলমন্ত্রীর বেজট পেশে বাধা দিয়েছেন তাতে `মর্মাহত` প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংসদে নাটকীয় ঘটনার পর তিনি বলেন, "সংসদে যা হচ্ছে তা দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।" এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

পৃথক রাজ্য গঠনের বিরোধিতা করে চার কেন্দ্রীয় মন্ত্রীকে দেখা যায় অধ্যক্ষার আসনের দিকে ছুটে যেতে। তখন অন্তর্বর্তী রেল বাজেট পেশ করছেন মন্ত্রী মল্লিকার্জুন খারগে। সেসবের তোয়াক্কা না করে কে এস রাও, ডি পুরানদেশ্বরি, চিরঞ্জীবী ও কে সূর্য প্রকাশ রেড্ডি ওয়েলে নেমে আসেন। তেলেঙ্গানা বিরোধী সাংসদের হট্টগোলের জেরে বাজেট বক্তৃতা শেষ করে পারেননি মন্ত্রী।

.