জওয়ানের মৃত্যুতে উত্তর-পূর্ব ভারতে সেনা বিদ্রোহের আঁচ?
ঘটনাটির সঙ্গে সেনা বিদ্রোহের কোনও যোগ নেই। শুধুমাত্র কয়েকজন জওয়ান তাঁদের সহকর্মীর মৃত্যুতে আবেগ তাড়িত হয়েই বিক্ষোভ দেখিয়েছেন। উত্তর-পূর্ব ভারতে গতকাল থেকে শুরু হওয়া সেনা বিদ্রোহের বিষয়ে আজ এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
ওয়েব ডেক্স : ঘটনাটির সঙ্গে সেনা বিদ্রোহের কোনও যোগ নেই। শুধুমাত্র কয়েকজন জওয়ান তাঁদের সহকর্মীর মৃত্যুতে আবেগ তাড়িত হয়েই বিক্ষোভ দেখিয়েছেন। উত্তর-পূর্ব ভারতে গতকাল থেকে শুরু হওয়া সেনা বিদ্রোহের বিষয়ে আজ এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
গতকাল নিজের ইনফানট্রিতে শরীর চর্চার সময় হঠাত্ই মৃত্যু হয় ওই সেনা জওয়ানের। এরপরই আধিকারীকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন জওয়ানরা। তাঁদের অভিযোগ, বারবার অসুস্থতার কথা বলা সত্ত্বেও সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁর দিকে নজর দেননি। এদিকে, এই বিক্ষোভকে কেন্দ্র করে সেনা বিদ্রোহের কথা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় আধিকারিকদের। তাঁরা সরাসরি জানিয়ে দেন সেনা বিদ্রোহ নয়, সহকর্মীর মৃত্যুতে আবেগ তাড়িত হয়ে বিক্ষোভ দেখান সেনা জওয়ানরা।