সংসারের খরচ বাঁচিয়ে নরেন্দ্র মোদীর মন্দির নির্মাণ করছেন মুসলিম মহিলারা

মুসলিম মহিলারা মনে করেন, গোটা বিশ্বজুড়ে সম্মানিত হচ্ছেন নরেন্দ্র মোদী। নিজের দেশেও তাঁর সম্মান হওয়া দরকার।

Updated By: Oct 11, 2019, 10:00 PM IST
সংসারের খরচ বাঁচিয়ে নরেন্দ্র মোদীর মন্দির নির্মাণ করছেন মুসলিম মহিলারা

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির নির্মাণ করছেন মুসলিম মহিলারা। উত্তরপ্রদেশের মুজফফরনগরে মোদীর একটা আস্ত মন্দির তৈরি করছেন তাঁরা। তিন তালাক প্রথার অবসান করেছেন নরেন্দ্র মোদী। আর সে কারণে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মহিলারা।  

তাত্ক্ষণিক তিন তালাককে আইন করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে মোদী সরকার। সে কারণে মোদীর মন্দির নির্মাণ করতে চলেছেন মুজফফরনগরের মুসলিম মহিলারা। মহিলা সংগঠনটির নেত্রী রুবি গজনির কথায়,''মুসলিম মহিলাদের জন্য অনেক করেছেন প্রধানমন্ত্রী। উনি সম্মান পাওয়ার যোগ্য।'' তিনি আরও বলেন,''তিন তালাক প্রথার অবসান করে আমাদের জীবনে বিরাট পরিবর্তন এনেছেন মোদী। বিনামূল্যে বাড়ি, গ্যাস সংযোগ দিয়েছেন। আর কী চাইতে পারি ওনার থেকে?''   

মুসলিম মহিলারা মনে করেন, গোটা বিশ্বজুড়ে সম্মানিত হচ্ছেন নরেন্দ্র মোদী। নিজের দেশেও তাঁর সম্মান হওয়া দরকার। জেলাশাসকের কাছে ইতিমধ্যে মন্দির নির্মাণের কথা জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন মুসলিম মহিলারা। নিজেদের সংসারের খরচ বাঁচিয়ে মন্দির নির্মাণের খরচ তুলেছেন। রুবি গজনির কথায়, ''মুসলিম মহিলাদের তরফে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছি। ওনাকে মুসলিম বিরোধী তকমা দেওয়ার পিছনে কোনও কারণই নেই।'' 

আরও পড়ুন- আর কবে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করবে কেন্দ্র, জিয়াগঞ্জ খুনে উদ্বেগ ভিএইচপি-র    

.