''গরুর সঙ্গে অন্যদের কুরবানি'', মৌলবির এই উস্কানিমূলক মন্তব্যে গ্রেফতারির দাবি জাভেদের
ধর্ম নিরপেক্ষতা মানে সংখ্যালঘু সাম্প্রদায়িকতার অবজ্ঞা বা সহ্য করা নয়, টুইট জাভেদের।
নিজস্ব প্রতিবেদন: গরু জবাই নিয়ে কর্ণাটকে মৌলবির বিতর্কিত মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিলেন গীতিকার জাভেদ আখতার। বুধবার তিনি দাবি করেন, দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক মন্তব্যের জন্য তনবীর পিরা হাসিম নামে এই মৌলবিকে দ্রুত গ্রেফতার করতে হবে।
টুইটারে জাভেদ আখতার লেখেন,''ধর্ম নিরপেক্ষতা মানে সংখ্যালঘু সাম্প্রদায়িকতার অবজ্ঞা বা সহ্য করা নয়। দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক মন্তব্যের জন্য মৌলবি তনবীর হাশিমকে দ্রুত গ্রেফতার করা উচিত। বেঙ্গালুরুতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করছে মৌলবি।''
Secularism doesn’t mean ignoring or tolerating minority communalism . This irresponsible and outrageous cleric Tanveer Hashim should immediately be arrested for trying to create communal tension in Bengaluru .
— Javed Akhtar (@Javedakhtarjadu) June 19, 2018
দিন কয়েক আগে রমজানের প্রার্থনায় হাশিম পীর দরগার মৌলবি তনবীর হাশিম বলেন, ''দুমাসের মধ্যেই বকর-ইদ। গরু কুরবানির সময় শয়তানরা বদমাশি করতে পারে। গরুর সঙ্গে অন্য কারও কুরবানি না হয়ে যায়...'' ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিবানন্দ পাটিল। এনিয়ে এখনও মুখ খোলেননি তিনি। যদিও ওই মৌলবির দাবি, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। প্রসঙ্গত, কর্ণাটকে গোহত্যা নিষিদ্ধ।
What I said on Eid was misinterpreted. I follow Sufism in which one is not even allowed to cut a tree branch, how can I say a person should be cut. Hindus & Muslims stay peacefully in Bijapur, some anti-social elements have been trying to incite violence: Maulana SM Tanveer Hasmi pic.twitter.com/g0KweurkDc
— ANI (@ANI) June 20, 2018
হাশিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিজেপি। দলের মুখপাত্র এস প্রকাশ বলেন, ''কংগ্রেস-জেডিএস নিজেদের ধর্মনিরপেক্ষ বলে, তাহলে এখন নীরব কেন? বাসবরাজ পাটিলের বিরুদ্ধে মামলা হলে মৌলবির বিরুদ্ধে নয় কেন? এটা তো দ্বিচারিতা।''
আরও পড়ুন- ২০ লক্ষের প্রতিশ্রুতি দিয়ে রোহিতের মাকে দিয়ে রাজনীতি, দাবি পীযূষের