প্রয়াত মুরলি দেওরা
প্রয়াত হলেন কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি দেওরা। আজ ভোররাতে মুম্বইয়ে জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। স্ত্রী ও দুই ছেলে বর্তমান তাঁর।
দু'দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন মুরলি। সোমবার ভোর ৩টে ২৫ নাগাদ বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। আজ দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত মুম্বইতে কংগ্রেসের দফতরে শায়িত থাকবে তাঁর দেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দলীয় সদস্যরা। বিকেলে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে মুম্বইয়ের চন্দাভাদি সোনাপুরে।
ইউপিএ আমলে কর্পোরেট বিষয় মন্ত্রক ও পেট্রোলিয়ম মন্ত্রকের দায়িত্ব সামলেছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। ১৯৭৫ সালে প্রথমবার মুম্বইতে সাধারণ নির্বাচনে লড়েন অর্থনীতিতে স্নাতন মুরলি। ১৯৭৭-১৯৭৮ মুম্বইয়ের মেয়র ছিলেন তিনি। পরে দক্ষিণ মুম্বই আসন থেকে চারবার লোকসভায় নির্বাচিত হন। টানা ২২ বছর মুম্বই কংগ্রেসের সভাপতিত্ব করেছেন প্রয়াত নেতা।