দেশকে লজ্জিত করে ফের মুম্বইয়ে গণধর্ষণের শিকার কিশোরী

ফের আর একবার লজ্জায় মুখ ঢাকল মুম্বই। মুখ ঢাকল দেশও। নম্ভেম্বরের প্রথম দিনেই গোরেগাঁওতে ১৬বছরের এক কিশোরী ছ`জনের বিকৃত লালসার শিকার হল। দু`মাস আগের চিত্রসাংবাদিকের গণধর্ষণের বীভৎস স্মৃতি উসকে দিয়ে ফের গণধর্ষণের ঘটনা ঘটল ভারতের বাণিজ্য নগরে। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার।

Updated By: Nov 4, 2013, 03:48 PM IST

ফের আর একবার লজ্জায় মুখ ঢাকল মুম্বই। মুখ ঢাকল দেশও। নম্ভেম্বরের প্রথম দিনেই গোরেগাঁওতে ১৬বছরের এক কিশোরী ছ`জনের বিকৃত লালসার শিকার হল। দু`মাস আগের চিত্রসাংবাদিকের গণধর্ষণের বীভৎস স্মৃতি উসকে দিয়ে ফের গণধর্ষণের ঘটনা ঘটল ভারতের বাণিজ্য নগরে। শুক্রবার রাতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার।
অভিযুক্তরা প্রত্যেকেই নির্যাতীতা কিশোরীর পূর্ব পরিচিত বলে জানা গেছে। গত সপ্তাহে শুক্রবার রাতে দীপাবলীর পুজোতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে মেয়েটিকে বাড়ি থেকে বের করে আনে ছয় অভিযুক্ত। এরপর নির্জন একটি স্থানে মেয়েটিকে টেনে নিয়ে গিয়ে রাত ৯টা থেকে ১১টার মধ্যে তারা ধর্ষণ করে বলে অভিযোগ।
সূত্রে খবর ঘটনাস্থলে মেয়েটিকে বিয়ার পান করতে বাধ্য করে তারা।
মোট ২০জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে দিন্দোশি পুলিস স্টেশনে।
পুলিস সূত্র অনুযায়ী অপরাধীরা প্রত্যেকের নামেই আগেও অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ আছে। পুলিসের কাছে একাধিক মামলাও দায়ের করা আছে এদের নামে।
চলতি বছরের ২২অগাস্ট মুম্বইয়ের শক্তিমিল কমাউন্ডে ২২বছরের এক চিত্র সাংবাদিকের গণধর্ষণের ঘটনায় ক্ষোভে উত্তাল হয়েছিল সারা দেশ। প্রশ্নের মুখে পড়েছিল মুম্বইয়ে নারীদের নিরাপত্তা। কিন্তু সেই ঘটনা যে মুম্বইয়ের মেয়েদের সামগ্রিক নিরাপত্তায় বিশেষ পরিবর্তন আনতে পারেনি শুক্রবারের ঘটনা ফের আর একবার প্রমাণ করল।

.